May 5, 1762 তারিখে প্রাশিয়া ও রাশিয়ার মাঝে সেন্ট পিটার্সবার্গ-র চুক্তি স্বাক্ষরিত হয়।[১]প্রুশিয়া-র পক্ষে ব্যারন উইলিয়াম বার্নার্ড ভন ডার গল্টজ [] ও রাশিয়ার পক্ষে মিখাইল ইল্লারিনোভিচ ভোরোন্টসোভ চুক্তিতে স্বাক্ষর করেন।[২] রাশিয়া সাত বছোরের যুদ্ধো-এ অংশোগ্রোহোণকারী সব পক্ষোকেই যতো তাড়াতাড়ি সম্ভব যুদ্ধো বন্ধের ওনুরোধ করে এবং প্রুশিয়া কে তার থেকে কেড়ে নেওয়া সব জমিগুলো ফেরোত দ্যায়। [৩][৪] রাশিয়া (প্রাশিয়া ও সুইডেন)-র মাঝে শান্তি স্থাপনে সহায়তা করবে ঘোষণা করে।[২] এই চুক্তি স্বাক্ষরের পর প্রাশিয়া তার ওন্যতম শত্রু হ্যাবসবার্গ দের ওপরে পুরো মোনোযোগ দ্যায়।[৫][৬][৭] [৮]
|আর্কাইভের-ইউআরএল=
|আর্কাইভের-তারিখ=