বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সারা দেশ থেকে প্রতিভাধর ছাত্র-ছাত্রী খুঁজে বের করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ। এই প্রতিযোগিতাটির প্রথম যাত্রা শুরু হয় ২০১৩ সালে সৃজনশীল মেধা অন্বেষণ নামে, পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ২০২০ সাল থেকে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ নামকরণ করা হয়। ৩টি শ্রেণী ও ৫টি বিষয়ে (১টি বিষয় কেবল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে ২,০০,০০০ টাকা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী।
চারটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।[১]
শ্রেণীসমূহ হচ্ছে
বিজয়ীরা হলোঃ ভাষা ও সাহিত্যে বিজয়ীরা হলোঃ ৬ষ্ঠ-৮ম গ্রুপে হুমায়রা আদিবা, ৯ম-১০ম গ্রুপে আনিকা বুশরা এবং ১১শ-১২শ গ্র মধুরিমা সাহা; দৈনন্দিন বিজ্ঞানে ৬ষ্ঠ-৮ম গ্রুপে বুশরা আদিবা, ৯ম-১০ম গ্রুপে মোঃ রিয়েল, ১১শ-১২শ গ্রুপে মো. আজমাইন ইকতিদার; গণিত ও কম্পিউটারে ৬ষ্ঠ-৮ম গ্রুপে তাহ্নিক নূর সামীন, ৯ম-১০ম শ্রেণিতে ভুবন দে, ১১শ-১২শ গ্রুপে আজওয়াদ আনজুম ইসলাম এবং বাংলাদেশ অধ্যয়ন বিষয়ে ৬ষ্ঠ-৮ম গ্রুপে আফিয়া আনজুম জামান জেবা, ৯ম-১০ম গ্রুপে মোসাররত মেহজাবিন আর ১১শ-১২শ শ্রেণিতে আ. বাসিত মোল্লা। ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১শ-১২শ শ্রেণিতে হিসাববিজ্ঞানে বিজয়ী হয়েছেন আহসান হাবীব বাবু,ঠাকুরগাঁও সরকারি কলেজ। ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১শ-১২শ শ্রেণিতে গণিত ও কম্পিউটারে বিজয়ী হয়েছেন ফারুকে আজম, ঠাকুরগাঁও সরকারি কলেজ।
বিজয়ীরা হলোঃ ভাষা ও সাহিত্যে বিজয়ীরা হলোঃ ৬ষ্ঠ-৮ম গ্রুপে সিরাতল মোস্তাকিম শ্রাবণী, ৯ম-১০ম গ্রুপে আবরার প্রমিতি মল্লিক এবং ১১শ-১২শ গ্রুপে অদিতি বড়ুয়া; দৈনন্দিন বিজ্ঞানে ৬ষ্ঠ-৮ম গ্রুপে আনিকা তাবাসসুম, ৯ম-১০ম গ্রুপে ফাহিমা সুলতানা, ১১শ-১২শ গ্রুপে শাহজাদী নওরিন হক; গণিত ও কম্পিউটারে ৬ষ্ঠ-৮ম গ্রুপে পুষ্পিতা বিশ্বাস, ৯ম-১০ম শ্রেণিতে জুবায়ের রহমান, ১১শ-১২শ গ্রুপে মোহাম্মাদ ফাহিম শাহরিয়ার এবং বাংলাদোশ অধ্যয়ন বিষয়ে ৬ষ্ঠ-৮ম গ্রুপে আল মুহিত মুহতাদী, ৯ম-১০ম গ্রুপে আফিয়া আনজুম জামান জেবা আর ১১শ-১২শ শ্রেণিতে সুমাইয়া ইসলাম।
বিষয়: গণিত ও কম্পিউটার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি গ্রুপ: রুবাইয়াত জালাল, অষ্টম শ্রেণি, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল; রাজশাহী বিভাগ। নবম থেকে দশম শ্রেণি গ্রুপ: তাম আজওয়াদ জামান, দশম শ্রেণি, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়; ঢাকা মহানগর। একাদশ থেকে দ্বাদশ গ্রুপ: শাকিল আহমেদ, একাদশ শ্রেণি, নওয়াপাড়া কলেজ যশোর; খুলনা বিভাগ।ফারহান তাহমিদ তামিম,নবম,রাজশাহী
বিষয়ঃ দৈনন্দিন বিজ্ঞান বা বিজ্ঞান ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি গ্রুপ: ইসতিয়াক মাহমুদ সিয়াম, অষ্টম শ্রেণি, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেট; সিলেট বিভাগ। নবম থেকে দশম শ্রেণি গ্রুপ: সাদমান নাসিফ, দশম শ্রেণি, খুলনা জিলা স্কুল; খুলনা বিভাগ। একাদশ থেকে দ্বাদশ গ্রুপ: জয়ন্ত পাল, একাদশ শ্রেণি, সুনামগঞ্জ সরকারি কলেজ; সিলেট বিভাগ।
বিষয়: ভাষা ও সাহিত্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি গ্রুপ: ইবনুল মুহ্তাদি শাহ, অষ্টম শ্রেণি, দি ফ্লাওয়ার্স কে.জি. এন্ড হাই স্কুল; সিলেট বিভাগ। নবম থেকে দশম শ্রেণি গ্রুপ: শাকিল রেজা ইফতি, দশম শ্রেণি, দিনাজপুর জিলা স্কুল; দিনাজপুর বিভাগ। একাদশ থেকে দ্বাদশ গ্রুপ: আনিকা বুশরা, একাদশ শ্রেণি, রাজশাহী কলেজ; রাজশাহী বিভাগ।
বিষয়: বাংলাদেশ অধ্যয়ন ও মুক্তিযুদ্ধ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি গ্রুপ: শেখ খাতুনে জান্নাত শামীমা, অষ্টম শ্রেণি, বি কে জি সি সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ; সিলেট বিভাগ। নবম থেকে দশম শ্রেণি গ্রুপ: ইশমাম তাসনিম, দশম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ; ঢাকা মহানগর। একাদশ থেকে দ্বাদশ গ্রুপ: রাইদা করিম, একাদশ শ্রেণি, হলিক্রস কলেজ; ঢাকা মহানগর।.[২]
২০১৬ সালের বিজয়ী শিক্ষার্থীরা হলোঃ
২০২২ সালের বিজয়ী শিক্ষার্থীরা হলোঃ
২০২৩ সালের বিজয়ী শিক্ষার্থীরা হলোঃ
২০২৪ সালের বিজয়ী শিক্ষার্থী হলোঃ