সূরা আদ-দুহা

আদ-দুহা
سورة الضحى
শ্রেণীমক্কী সূরা
নামের অর্থউজ্জ্বল সকাল
অন্য নামসকালের ঘণ্টা
পরিসংখ্যান
সূরার ক্রম৯৩
আয়াতের সংখ্যা১১
পারার ক্রম৩০
রুকুর সংখ্যা
← পূর্ববর্তী সূরাসূরা লাইল
পরবর্তী সূরা →সূরা ইনশিরাহ
আরবি পাঠ্য · বাংলা অনুবাদ

সূরা আদ-দুহা (আরবি: الضحى‎ aḍ-Ḍuḥà, অর্থ: "সকালের ঘণ্টা, উজ্জ্বল সকাল") মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৯৩ তম সূরা, এর আয়াতের সংখ্যা ১১টি এবং এর রূকুর সংখ্যা ১টি। আদ-দুহা সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।[]

আয়াতসমূহ

  1. শপথ পূর্বাহ্নের,
  2. শপথ রাত্রির যখন তা গভীর হয়,
  3. আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরুপও হননি।
  4. আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।
  5. আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
  6. তিনি কি আপনাকে এতীমরুপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
  7. তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
  8. তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন.
  9. সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না;
  10. সওয়ালকারীকে ধমক দিবেন না,
  11. এবং আপনার পালন কর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।

তথ্যসূত্র

  1. তাফসিরে মাআরেফুল কুরান, ইসলামিক ফাউন্ডেশন।

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!