সিলেট-১ |
---|
|
|
জেলা | সিলেট জেলা |
---|
বিভাগ | সিলেট বিভাগ |
---|
মোট ভোটার | - ৬,৩৪,০৭৭ (ডিসেম্বর ২০২৩)[১]
- পুরুষ ভোটার: ৩,৩০,৮৬৭
- নারী ভোটার: ৩,০৩,২০৩
- হিজড়া ভোটার: ৭
|
---|
|
সৃষ্ট | ১৯৭৩ |
---|
|
সিলেট-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিলেট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২৯নং আসন; যা মূলত সিলেট শহর নিয়ে গঠিত।
সীমানা
সিলেট-১ আসনটি সিলেট জেলার সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত।[২]
ইতিহাস
সিলেট-১ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়।
২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালের আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে।
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আবুল মাল আবদুল মুহিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৮]
২০০০-এর দশকে নির্বাচন
১৯৯০-এর দশকে নির্বাচন
তথ্যসূত্র
বহিঃসংযোগ