সিরাত জাহান স্বপ্না পূর্ণ নাম
মোসাম্মাত সিরাত জাহান স্বপ্না জন্ম
(2001-04-10 ) ১০ এপ্রিল ২০০১ (বয়স ২৩) জন্ম স্থান
রংপুর , বাংলাদেশ উচ্চতা
১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) মাঠে অবস্থান
ফরোয়ার্ড বর্তমান দল
বসুন্ধরা কিংস মহিলা জার্সি নম্বর
২৭ বছর
দল
ম্যাচ
(গোল ) ২০২০–
বসুন্ধরা কিংস
১১
(১৩) ২০১৮–
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
৯
(৯) ২০১৬–
বাংলাদেশ
১৮
(৫)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৯ ডিসেম্বর ২০২০ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০ মার্চ ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।
মোসাম্মাত সিরাত জাহান স্বপ্না (জন্ম: ১০ এপ্রিল ২০০১) একজন বাংলাদেশের মহিলা ফুটবল খেলোয়াড়, যিনি বসুন্ধরা কিংস মহিলা দলে এবং বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের হয়ে ফরোয়ার্ড হিসাবে খেলেন। পূর্বে, তিনি রংপুরের পলচারা সরকারি উচ্চ বিদ্যালয় দলেও খেলেছেন।
২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনি বাংলাদেশ দলের পক্ষে তিনি ৪০ মিনিটের সময় একটি গোল করেন।[ ১]
প্রাথমিক জীবন
সিরাত জাহান স্বপ্নার জন্ম ২০০১ সালের ১০ এপ্রিল তারিখে রংপুরে ।[ ২]
সম্মাননা
ক্লাব
বসুন্ধরা কিংস মহিলা
আন্তর্জাতিক
রানার-আপ : ২০১৬
ব্রোঞ্জ : ২০১৬
বিজয়ী (১): ২০১৮
বিজয়ী ট্রফি ভাগাভাগি (১): ২০১৯
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ