সাহেব বিবি গোলাম হল একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন কার্তিক চট্টোপাধ্যায়।[১][২][৩] বিমল মিত্রের একই নামের উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল।[৪] এই চলচ্চিত্রটি ১৯৫৬ সালে সরকার প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড ব্যানারে মুক্তি পেয়েছিল[৫][৬] এবং সংগীত পরিচালনা করেছেন রবীন চট্টোপাধ্যায়। চলচ্চিত্রটিতে ব্রিটিশ রাজত্বকালে বাংলায় সামন্ততন্ত্রের করুণ পতনকে তুলে ধরেছিল। এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন ছবি বিশ্বাস, উত্তম কুমার, অনুভা গুপ্ত, সুমিত্রা দেবী এবং ভানু বন্দ্যোপাধ্যায়।[৭][৮]
চলচ্চিত্রটি সর্বকালের অন্যতম সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়।[৯]