সায়নী ঘোষ
সায়নী ঘোষ |
---|
| জন্ম | (1993-01-27) ২৭ জানুয়ারি ১৯৯৩ (বয়স ৩১)
|
---|
জাতীয়তা | ভারতীয় |
---|
পেশা | নায়িকা, গায়িকা,সঞ্চালক |
---|
কর্মজীবন | ২০১০ - বর্তমান |
---|
পিতা-মাতা | সমর ঘোষ সুদীপা ঘোষ |
---|
পুরস্কার | TTIS Best Actor Award ২০১০
Mirchi Music Award Bangla, ২০১২
I laugh U ধারাবাহিক-৩ এর বিজেতা, ২০১৫ |
---|
সায়নি ঘোষ (জন্ম: ২৭ জানুয়ারী ১৯৯৩) একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী। তার অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে একটি টেলিফিল্ম ইচ্ছে ডানার মাধ্যমে[১] এবং বড় পর্দায় তার প্রথম আত্মপ্রকাশ নটবর নট আউট এ একটি ছোট ভূমিকায়। এরপর তিনি রাজ চক্রবর্তীর শত্রু তে কিছু অভিজ্ঞ অভিনেতার সাথে কাজ করেন। এরপর তিনি অভিনয় করেন রাজ চক্রবর্তীর দৈনিক সিরিয়াল প্রলয় আসছে তে একজন নির্লিপ্ত সাংবাদিকের ভূমিকা তিনি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় অভিনয় করেছেন কানামাছি, একলা চলো , প্রভৃতি।
চলচ্চিত্রের তালিকা
কী
|
উল্লেখ করা ছায়াছবি এখনো মুক্তি পায়নি
|
বছর
|
চলচ্চিত্র
|
নির্দেশক
|
Co-star
|
২০১০
|
নটবর নট আউট
|
অমিত সেনগুপ্ত
|
রাইমা সেন, খরাজ মুখোপাধ্যায়, মীর আফসার আলী
|
২০১১
|
শত্রু
|
রাজ চক্রবর্তী
|
জিৎ, নুসরাত জাহান
|
২০১৩
|
কানামাছি
|
রাজ চক্রবর্তী
|
আবীর চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়
|
২০১৩
|
অলীখ সুখ
|
শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়
|
ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশঙ্কর হালদার, সোহিনী সেনগুপ্ত, বিশ্বনাথ বসু
|
২০১৩
|
অন্তরাল
|
বিনয় মিত্র
|
হার্স ছায়া, দেবশ্রী রায়, মমতাশংকর
|
২০১৩
|
আগুন
|
জয়দীপ মুখার্জি
|
সব্যসাচী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, রিধিমা ঘোষ, পার্ণো মিত্র,গৌরব চক্রবর্তী, ইন্দ্রাশীষ রায় , তনুশ্রী চক্রবর্তী
|
২০১৪
|
গল্প হলেও সত্যি
|
বিরসা দাশগুপ্ত
|
সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, রজতাভ দত্ত
|
২০১৪
|
পুনশ্চ
|
শৌভিক মিত্র
|
সৌমিত্র চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়
|
২০১৪
|
অরণ্যদেব
|
দেবাশীষ সেন শর্মা
|
যীশু সেনগুপ্ত, মীর আফসার আলী, শ্রীলেখা মিত্র
|
২০১৫
|
একলা চলো
|
সুদেশ্ন রায়
অভিজিৎ গুহ
|
জুন মালিয়া, কৌশিক রয়
|
২০১৫
|
বোধন
|
আয়ানানসু ব্যানার্জী
|
অর্পিতা পাল, মমতাশংকর, জয় সেনগুপ্ত
|
২০১৫
|
বিতনুন
|
অভিজিৎ গুহ
সুদেশ্ন রায়
|
ঋত্বিক চক্রবর্তী, গারগি রায় চৌধুরী
|
২০১৫
|
চৌকাঠ- দ্য থ্রেসহোল্ড
|
রাজা দাশগুপ্ত
|
শ্রীলেখা মিত্র, টোটা রায়চৌধুরী
|
২০১৫
|
বাওয়াল
|
বিশ্বরুপ বিশ্বাস
|
অর্জুন চক্রবর্তী, রিতাভরি চক্রবর্তী
|
২০১৫
|
নাটকের মতো - লাইক এ প্লে
|
দেবাশীষ চট্টোপাধ্যায়
|
পাওলি দাম, রূপা গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, ব্রাত্য বসু
|
২০১৫
|
আরো একবার
|
অরিজিৎ হালদার (জন)
|
ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায় , ইন্দ্রাণী হালদার
|
২০১৫
|
মায়ের বিয়ে
|
অভিজিৎ গুহ
সুদেশ্ন রায়
|
শ্রীলেখা মিত্র, সব্যসাচী চক্রবর্তী
|
২০১৫
|
বাবার নাম গান্ধীজি
|
পাভেল
|
পরমব্রত চট্টোপাধ্যায়
|
২০১৫
|
হাসিতে হাসিওনা
|
আয়ান চক্রবর্তী
|
অনিন্দ পুলক ব্যানার্জী, দেব্রাযান
|
২০১৫
|
রাজকাহিনী (চলচ্চিত্র)
|
সৃজিত মুখোপাধ্যায়
|
ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পার্ণো মিত্র, প্রিয়াঙ্কা সরকারী, কৌশিক সেন, সোহিনী সরকার, জয়া আহসান, কাঞ্চন মল্লিক ঋণ, লিলি চক্রবর্তী রুদ্রনীল ঘোষ
|
২০১৬
|
আবার একলা চলো
|
অভিজিৎ গুহ,সুদেষ্ণা রায়
|
জুন মালিয়া, কৌশিক সেন
|
২০১৬
|
ব্যোমকেশ ও চিড়িয়াখানা
|
অঞ্জন দত্ত
|
যীশু সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, দুলাল লাহিড়ী , কাঞ্চন মল্লিক, সুজন মুখোপাধ্যায়
|
২০১৬
|
কিরীটী রায় (চলচ্চিত্র)
|
অনিকেত চট্টোপাধ্যায়
|
চিরঞ্জিত চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়
|
২০১৭
|
মেঘনাদবধ রহস্য
|
অনীক দত্ত
|
সব্যসাচী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, গারগি রায় চৌধুরী
|
২০১৭
|
আমার শহর
|
দীপায়ন জেনি
|
সৌরভ চক্রবর্তী , সমদর্শী দত্ত, প্রিয়াঙ্কা সরকার, সম্পূর্ণ লাহিড়ী, শিলাজিৎ মজুমদার, রুদ্রনীল ঘোষ
|
২০১৭
|
অন্দরকাহিনী
|
অর্ণব মিত্ত
|
প্রিয়াঙ্কা সরকার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা
|
২০১৭
|
চলো লেট'স লাইভ
|
অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায়
|
সোমরাজ মৈত্র, পিনকি ব্যানার্জি মল্লিক
|
২০১৭
|
কিছু না বলা কথা
|
সায়ান বসু
|
শ্রীলেখা মিত্র, পূজারিনী ঘোষ
|
২০১৮
|
জোজো
|
অর্ঘ দ্বীপ চ্যাটার্জি
|
অনির্বাণ ভট্টাচার্য, দর্শনা বণিক
|
২০১৮
|
ক খ গ ঘ
|
কৃষনেন্দু চ্যাটার্জি
|
পরাণ বন্দ্যোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, সৌরভ দাস, লামা হালদার
|
২০১৮
|
গুড নাইট সিটি
|
কমলেশ্বর মুখোপাধ্যায়
|
ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পায়েল সরকার
|
২০১৮
|
রিইউনিয়ন
|
মুরারী রাক্সিত
|
পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন
|
২০১৯
|
দ্বিখণ্ডিত
|
নবারুণ সেন
|
শাশ্বত চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু
|
২০১৯
|
কে তুমি নন্দিনী
|
পথিকৃৎ বসু
|
বনি সেনগুপ্ত, রুপসা মুখার্জি , রুদ্রনীল ঘোষ
|
২০১৯
|
রং নাম্বার
|
শুভেন্দু পণ্ডিত
|
সৌরভ দাস, সমদর্শী দত্ত, দুর্গা শান্তা.
|
২০১৯
|
অতিথি
|
সুজিত পাল
|
ঋতুপর্ণা সেনগুপ্ত, বিশ্বনাথ বসু,প্রতীক সেন, শুভাশিষ মুখোপাধ্যায়
|
২০১৯
|
সাক্ষী -যাহা বলিবো সত্য বলিবো
|
সৌভিক সিনহা
|
দেবশঙ্কর হালদার, অর্জুন চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি, লকেট চট্টোপাধ্যায়
|
২০১৯
|
নেটওয়ার্ক
|
সপ্তর্ষি বসু
|
শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী
|
২০১৯
|
রহস্য রোমাঞ্চ ধারাবাহিক
|
অভিরুপ ঘোষ
|
প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, বিশ্বনাথ বসু
|
২০১৯
|
ব্রহ্মদৈত্য
|
অভিরুপ ঘোষ
|
রুদ্রনীল ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়
|
পুরস্কার
পুরস্কারের নাম
|
বছর
|
বিভাগ
|
ফলাফল
|
টিটিআইএস সেরা অভিনেতা পুরস্কার
|
২০১০
|
সেরা অভিনেত্রী
|
বিজয়ী
|
মিরকি মিউজিক অ্যাওয়ার্ড বাংলা
|
২০১৩
|
People's Choice Award (Best Album) song: 'কঠিন' 'বোঝেনা সে বোঝেনা' চলচ্চিত্রের জন্য
|
বিজয়ী
|
I Laugh U সিজন-৩
|
২০১৫
|
|
বিজয়ী
|
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড
|
২০১৬
|
আমরা না ওরা এর জন্য সেরা অভিনেত্রী
|
বিজয়ী
|
ওয়েব হৈচৈ অ্যাপ এবং ওয়েবসাইট)
ওয়েব সিরিজ
- পকেটমার (প্যারানোইয়া সিরিজের তৃতীয় পর্ব) - ৩১ ডিসেম্বর ২০১৭
- চরিত্রহীন - ২৯ সেপ্টেম্বর ২০১৮
- বউ কেনো সাইকো - ২১ ফেব্রুয়ারি ২০১৯
- আস্তে লেডিস - ১৫ মার্চ ২০১৯
- চরিত্রহীন ২ - ২৯ জুন ২০১৯
- রহস্য রোমাঞ্চ সিরিজ - ২০১৯ সালের ৯ আগস্ট
ওয়েব ফিল্ম
- কিশোর কাপ চা - ২০১৮ সালের ২৪ নভেম্বর
টিভি
কথাসাহিত্য
বছর
|
সত্য ঘটনা অবলম্বনে
|
টিভি চ্যানেল
|
নোট
|
২০১৫
|
আই লাফ ইউ মরসুম ৩
|
স্টার জলসা
|
বিজয়ী
|
২০১৫-১৬
|
আমরা না ওরা
|
স্টার জলসা
|
নিমন্ত্রণকর্তা
|
২০১৬
|
ফিরে আসার গান
|
স্টার জলসা
|
নিমন্ত্রণকর্তা
|
২০১৬
|
আমরা না ওরা মরসুম ২
|
স্টার জলসা
|
নিমন্ত্রণকর্তা
|
প্লেব্যাক
কলকাতা ফুটবল লীগ
কো-হোস্ট করা কলকাতা ফুটবল লিগ ২০১৩ এবং ২০১৪এ জন্য লাইভ অনুষ্ঠান প্রচার করা হয়েছিল। [তথ্যসূত্র প্রয়োজন]
রাজনৈতিক জীবন
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে তিনি ৪ হাজার ভোটের ব্যবধানে আসানসোলে দক্ষিণ আসনে হেরেছেন।[২]
২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
|
|