সান মারিনো ফুটবল ফেডারেশন

সান মারিনো ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯৩১; ৯৩ বছর আগে (1931)[]
সদর দপ্তরসান মারিনো সিটি, সান মারিনো
ফিফা অধিভুক্তি১৯৮৮[]
উয়েফা অধিভুক্তি১৯৮৮
সভাপতিসান মারিনো মার্কো তুরা
সহ-সভাপতিসান মারিনো আলেসান্দ্রো জিয়াকিন্তো
ওয়েবসাইটwww.fsgc.sm

সান মারিনো ফুটবল ফেডারেশন (ইতালীয়: Federazione Sammarinese Giuoco Calcio, ইংরেজি: San Marino Football Federation; এছাড়াও সংক্ষেপে এফএসজিসি এবং এসএমএফএফ নামে পরিচিত) হচ্ছে সান মারিনোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৫৭ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৫৭ বছর পর ১৯৮৮ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর সান মারিনোর রাজধানী সান মারিনো সিটিতে অবস্থিত।

এই সংস্থাটি সান মারিনোর পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কাম্পিওনাতো সাম্মারিনেসে দি কালচো, কোপা তিতানো এবং সুপার কোপা সাম্মারিনেসের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সান মারিনো ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মার্কো তুরা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন লুইজি জাফেরানি।

কর্মকর্তা

৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি মার্কো তুরা
সহ-সভাপতি আলেসান্দ্রো জিয়াকিন্তো
সাধারণ সম্পাদক লুইজি জাফেরানি
কোষাধ্যক্ষ ফিলিপো ব্রোঞ্জেত্তি
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক লুকা পেলিচ্চিওনি
প্রযুক্তিগত পরিচালক মাসিমো বোনিনি
ফুটসাল সমন্বয়কারী স্তেফানো বেভিতোরি
জাতীয় দলের কোচ (পুরুষ) ফ্রাঙ্কো ভাররেল্লা
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারী স্তেফানো পোদেসচি

তথ্যসূত্র

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৫ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:সান মারিনো ফুটবল ফেডারেশন

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!