কাজাখ ফুটবল ফেডারেশন

কাজাখ ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯১৪; ১১০ বছর আগে (1914)[]
১৯৯২; ৩২ বছর আগে (1992)[]
সদর দপ্তরআলমাটি, কাজাখস্তান
ফিফা অধিভুক্তি১৯৯৪[]
উয়েফা অধিভুক্তি২০০২
সভাপতিকাজাখস্তান আদিলবেক ঝাকসিবেকভ
ওয়েবসাইটkff.kz/kk

কাজাখ ফুটবল ফেডারেশন (কাজাখ: Қазақстанның Футбол Федерациясы; রুশ: Федерация Футбола Казахстана, ইংরেজি: Football Federation of Kazakhstan; এছাড়াও সংক্ষেপে কেএফএ নামে পরিচিত) হচ্ছে কাজাখস্তানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৮০ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৮৮ বছর পর ২০০২ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাটিতে অবস্থিত।

এই সংস্থাটি কাজাখস্তানের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কাজাখস্তান প্রিমিয়ার লীগ, কাজাখস্তান কাপ এবং কাজাখস্তান সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কাজাখ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আদিলবেক ঝাকসিবেকভ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আজামাত আইতখোঝিন।

ইতিহাস

কাজাখ ফুটবল ফেডারেশন ১৯৯২ সালে কাজাখ এসএসআরের সোভিয়েত রিপাবলিকান ফুটবল এসোসিয়েশন পুনর্গঠনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল (১৯৮৯ সালে তৈরি হয়েছিল)।[] একই বছর (১৯৯২) কাজাখস্তানের ফুটবল এসোসিয়েশন ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) (বা ১৯৯৩ সালে[]) সহযোগী সদস্য হয়ে ওঠে। এর ভিত্তিটি আন্তর্জাতিক মান অনুযায়ী কাজাখ ফুটবলে আয়োজনের সূচনা করে। এফএফকে দেশের বৃহত্তম ক্রীড়া ফেডারেশন হিসেবে বিকশিত হয়েছে, কাজাখস্তানের ফুটবলকে "ক্রীড়া রাজা" হিসেবে বিবেচনা করা হয়, ক্রীড়া ভক্তদের পছন্দগুলোতে প্রথম স্থান অধিকার করে।

পূর্ব নাম

  • ফুটবল এসোসিয়েশন অফ দ্য রিপাবলিক অফ কাজাখস্তান (১৯৯২–২০০০)
  • ফুটবল ইউনিয়ন অফ কাজাখস্তান (২০০০–২০০৭)
  • ফুটবল ফেডারেশন অফ কাজাখস্তান (২০০৭–বর্তমান)

কর্মকর্তা

৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি আদিলবেক ঝাকসিবেকভ
সহ-সভাপতি
সাধারণ সম্পাদক আজামাত আইতখোঝিন
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক তিমুর কামাশেভ
প্রযুক্তিগত পরিচালক ইভান আজোভস্কি
ফুটসাল সমন্বয়কারী আসকার আবিলদায়েভ
জাতীয় দলের কোচ (পুরুষ) মিখাল বিলেক
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারী আইদিন তাসিবায়েভ

তথ্যসূত্র

  1. "ОСНОВНЫЕ ВЕХИ ИСТОРИИ КАЗАХСТАНСКОГО ФУТБОЛА, 1991-1995"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  2. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২০ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০ 
  3. "ОСНОВНЫЕ ВЕХИ ИСТОРИИ КАЗАХСТАНСКОГО ФУТБОЛА, 1971-1989"। ৩ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  4. "AFC membership reaches 44"New Straits Times (Google News Archive)। ৩০ এপ্রিল ১৯৯৩। 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!