সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এছাড়াও সংক্ষেপে এআইএফএফ নামে পরিচিত) হচ্ছে ভারতের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[২] এই সংস্থাটি ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৭ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা এএফসির সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ভারতের রাজধানী নতুন দিল্লিতে অবস্থিত।
এই সংস্থাটি ভারতের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ইন্ডিয়ান সুপার লীগ, আই-লিগ এবং ভারতীয় নারী লীগের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।
ইতিহাস
১৯৯৬ সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জাতীয় ফুটবল লীগ নামে প্রথম একটি জাতীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। পরবর্তীতে ২০০৭ সালে জাতীয় ফুটবল লীগকে পেশাদার ফুটবল লীগ হিসেবে প্রতিষ্ঠিত করে আই-লিগ নামে পরিবর্তন করে।
প্রতিযোগিতা
পুরুষ
- ক্লাব
- রাজ্য
মহিলা
জাতীয় দল
পুরস্কার
২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে, এফআইসিসিআই কর্তৃক শ্রেষ্ঠ জাতীয় ক্রীড়া সংগঠন পুরস্কার অর্জন করেছে।[৩]
কর্মকর্তা
- ৩০ জুন ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান |
নাম
|
সভাপতি |
প্রফুল প্যাটেল
|
সহ-সভাপতি |
সুভাষ চোপড়া
|
সুব্রত দত্ত
|
লার্সিং সোয়ান
|
মনবেন্দ্র সিং
|
সাধারণ সম্পাদক |
কুশল দাস
|
কোষাধ্যক্ষ |
জে. এ. ঠাকুর
|
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক |
নিলাঞ্জান দত্ত
|
প্রযুক্তিগত পরিচালক |
সাভিও মাদেইরা
|
ফুটসাল সমন্বয়কারী |
|
জাতীয় দলের কোচ (পুরুষ) |
ইগর স্তিমাচ
|
জাতীয় দলের কোচ (নারী) |
মেমোল রকি
|
রেফারি সমন্বয়কারী |
রবি জয়রম
|
কারিগরি কমিটি
- শ্যাম থাপা – চেয়ারম্যান
- হেনরি মেনেসেস – সহকারী চেয়ারম্যান
- জিপি পালগুনা
- অভিষেক যাদব
- প্রদীপ দত্ত
- ইশফাক আহমেদ
- প্রশন্ত বন্দ্যোপাধ্যায়
- সুন্দর রমন
রেফারি
ফিফা তালিকাভুক্ত
- ৭ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।
- অ্যান্টনি আব্রাহাম
- অরুণ শশীধরণ পিল্লাই
- অসিত কুমার সরকার
- কেনেডি সাপাম
- প্রাণজাল বন্দ্যোপাধ্যায়
- রাহুল কুমার গুপ্ত
- রঞ্জিতা দেবী তেকচাম
- রিওহলাং ধর
- রোয়ান অরুমুঘন
- রুবাদেবী গুরুস্বামী
- সমর পাল
- শ্রীকৃষ্ণ কইম্বাতর রামস্বামী
- সুমন্ত দত্ত
- তেজস নাগভেঙ্কর
- টনি জোসেফ লুইস
- উভেনা ফের্নান্দেস
- ভৈরামুথু পরসুরামন
- ভেঙ্কটেশ রামাচন্দ্রন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
টেমপ্লেট:ভারত-এ ফুটবল
টেমপ্লেট:সর্বভারতীয় ফুটবল ফেডারেশন