Share to: share facebook share twitter share wa share telegram print page

সরকারি হাজী আবদুল বাতেন কলেজ

সরকারি হাজী আব্দুল বাতেন কলেজ
নীতিবাক্যজ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৬৮
প্রতিষ্ঠাতাহাজী আব্দুল বাতেন
শিক্ষার্থীপ্রায় ৩২০০
অবস্থান,
শিক্ষাঙ্গননগর, ১৫.২৮ একর
অধিভুক্তিবাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়

সরকারি হাজী আব্দুল বাতেন কলেজ যা সরকারি হাজী এ বি কলেজ নামেও পরিচিত, বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ-এ অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত। এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।[]

ইতিহাস

১৯৬৭ সালে হাজী আবদুল বাতেন সওদাগর একটি কলেজ প্রতিষ্ঠিত করার প্রস্তাব দেন। তার প্রস্তাব তখনকার জেলা প্রসাশক আমলে নেন। তখন তিনি প্রস্তাব করেন যে যদি তার বাড়ির পাশে কলেজ হয় তবে তিনি ১০০ শতাংশ খরচ দিবেন। কিন্তু তার বাড়ির পাশে না হওয়ায় তিনি ৫০ শতাংশ খরচ বহন করেন। ১৯৬৮ সাল থেকে কলেজটির একাডেমিক কার্যক্রম শুরু হয়। এটি প্রথমে সন্দ্বীপের রহমতপুরস্থ কদম মোবারক নামক স্থানে প্রতিষ্ঠা করা হয়। নদী ভাঙ্গনের কারণে পরবর্তীতে এটি মুছাপুর ইউনিয়নস্থ সেনের হাটের দক্ষিণ পাশে নতুন করে নির্মাণ করা হয়। ১৯৭২ সালে এটি স্নাতক (পাস) স্বীকৃতি লাভ করে। ২০১৩ সালে এটি স্নাতক(সম্মান) কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করে।

সংগঠন

রাজনৈতিক সংগঠন

  • কোন সংগঠন নেই। বর্তমানে সকল শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ।

তথ্যসূত্র

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya