সরকারি বঙ্গবন্ধু কলেজ, রূপসা, খুলনা বাংলাদেশের খুলনা বিভাগের একটি সরকারি কলেজ।[১][২] ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কলেজ শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান।[৩] শহরের অদূরে জেলা প্রশাসকের বাংলোর নিকটেই এই কলেজটি অবস্থিত।[৩][৪] একটি একটি অনার্স কলেজ, এবং খুলনা অঞ্চলে ফলাফলের দিক থেকে এই কলেজের সুনাম রয়েছে।[৫]
ইতিহাস
এই কলেজ প্রতিষ্ঠার পিছনে প্রধান অবদান রেখেছেন অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদের চাচা শহীদ সরদার আব্দুর রাজ্জাক। এবং এই কলেজের উন্নয়নের পিছনে সরদার ফেরদৌস অধ্যক্ষের বিশেষ অবদান রয়েছে,
বর্ণনা
এই কলেজের সামনে একটি দৃষ্টিনন্দিত পারাপার নামে পার্ক রয়েছে, এবং পার্কের মধ্যে একটি সুন্দরতম মসজিদ রয়েছে, এই মসজিদের নাম মসজিদে সৌহার্দ্য। এই মসজিদের গায়ে একটি অমূল্য বানী লেখা আছে,
“
|
আমি কিছুই সাথে নিয়ে আসিনি, এখানে এসে যা অর্জন করেছি তাই ব্যয় করে গেলাম এতে আমার কোন কৃতিত্ব নেই।
অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ
|
”
|
এছাড়াও রয়েছে ‘‘শুভ্র সমুজ্জ্বল’’ নামে প্রধান ফটক। প্রধান ফটকের নিকটে ‘‘রক্ত দিয়ে লেখা’’ নামে একটি শহীদ মিনার, এবং মায়ের ডাক নামক শেখ মুজিবুর রহমানের একটি সুন্দর ভাস্কর্য।
তথ্যসূত্র