সমাজবাদী জনতা দল (গণতান্ত্রিক) ছিল ভারতের একটি রাজনৈতিক দল। দেবেন্দ্র প্রসাদ যাদব দলটির নেতা ছিলেন। দলের নির্বাচনী প্রতীক এয়ার কন্ডিশনার।[১] ২৪ মার্চ ২০২২-এ, এসজেডি(ডি) রাষ্ট্রীয় জনতা দলের সাথে একীভূত হয়।[২][৩][৪]
দলটি ২০১০ সালে দেবেন্দ্র প্রসাদ যাদব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। দলটি সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন নেতা আসাদউদ্দিন ওয়াইসির সাথে গঠিত গ্র্যান্ড ডেমোক্রেটিক সেক্যুলার ফ্রন্টের সদস্য ছিল।[৫]