শ্রেষ্ঠ মারপিট বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার হল ভারতের চলচ্চিত্রে মারপিট পরিচালনার স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার ম্যাগাজিন প্রদত্ত বাৎসরিক পুরস্কার। ১৯৯৩ সাল থেকে ফিল্মফেয়ার পুরস্কারের অংশ হিসেবে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। তিনু বর্মা এই বিভাগে প্রথম পুরস্কার বিজেতা। শ্যাম কৌশল সর্বাধিক পাঁচবার এই পুরস্কার অর্জন করেন।
টেমপ্লেট:ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ মারপিট