শিল্পা শিন্দে হচ্ছেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি অ্যান্ডটিভিতে সম্প্রচারিত জনপ্রিয় নাটক ভাবি জি ঘর পার হ্যায়-এ "আঙ্গুরি ভাবি" চরিত্রে অভিনয়ের মাধ্যমে অধিক জনপ্রিয়তা অর্জন করেছেন।[১][২] ২০১৭ সালে, তিনি কালারস-এ প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বস ১১-এ একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন[৩] এবং জয়লাভ করেন।
কর্মজীবন
১৯৯৯–২০১৪
১৯৯৯ সালের ডিসেম্বর মাসে ভাবীতে নেতিবাচক ভূমিকায় অভিনয় করার মাধ্যমে শিল্পা শিন্দে তার কর্মজীবন শুরু করেন। অতঃপর স্টার প্লাসে ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত সম্প্রচারিত নাটক কভি আয়ে না জুদাইয়ের একটি ভূমিকায় তিনি অভিনয় করেন। পরবর্তীতে তিনি সঞ্জীবনীতে (২০০২) "চিত্রা" চরিত্রে অভিনয় করেন।[৪][৫] একই বছর তিনি অম্রপালিতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীতে ২০০৪ সালে, তিনি মিস ইন্ডিয়া নামক জনপ্রিয় অনুষ্ঠানে অভিনয় করেন।