শরীয়তপুর-২ |
---|
|
|
জেলা | শরীয়তপুর জেলা |
---|
বিভাগ | ঢাকা বিভাগ |
---|
মোট ভোটার | - ৩,৮১,২৮৮ (ডিসেম্বর ২০২৩)[১]
- পুরুষ ভোটার: ১,৯৮,২৬৩
- নারী ভোটার: ১,৮৩,০২৩
- হিজড়া ভোটার: ২
|
---|
|
সৃষ্ট | ১৯৮৪ |
---|
|
শরীয়তপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি শরীয়তপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২২নং আসন।
সীমানা
শরীয়তপুর-২ আসনটি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ও সখিপুর থানা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
নির্বাচন
২০১০-এর দশকে নির্বাচন
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শওকত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
১৯৯০-এর দশকে নির্বাচন
তথ্যসূত্র
বহিঃসংযোগ