লহুতা (বৌদ্ধ দর্শন)

বিভিন্ন ভাষায়
লহুতা এর
অনুবাদ
ইংরেজি:lightness
পালি:Lahutā
বৌদ্ধ ধর্ম সংশ্লিষ্ট টীকাসমূহ

লহুতা হলো বৌদ্ধ অভিধর্ম শিক্ষার মধ্যে একটি বৌদ্ধ মানসিক কারণ। লহুতা থেরবাদ অভিধর্ম শিক্ষার উনিশ সর্বজনীন উত্তম মানসিক কারণের একটি।

এটি থেরবাদ অভিধর্ম শিক্ষার মধ্যে কায়লহুতা ও চিত্তলহুতা নামক দুটি মানসিক কারণের ভিত্তি। কায়লহুতা হলো মানসিক দেহের হালকাতা বা চেতসিকের হালকাতা, এবং চিত্তলহুতা হলো চেতনার হালকাতা বা চিত্তের হালকাতা। মানসিক কারণ দুটির মানসিক দেহ ও চেতনায় ভারীতা হ্রাস করার বৈশিষ্ট্য রয়েছে।[]

তথ্যসূত্র

  1. Bhikkhu Bodhi 2012, Kindle Locations 2364-2366।

উৎস

  • Bhikkhu Bodhi (২০১২), A Comprehensive Manual of Abhidhamma: The Abhidhammattha Sangaha (Vipassana Meditation and the Buddha's Teachings), Independent Publishers Group Kindle Edition 
  • van Gorkom, Nina (২০১০), Cetasikas, Zolag 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!