লহুতা হলো বৌদ্ধ অভিধর্ম শিক্ষার মধ্যে একটি বৌদ্ধ মানসিক কারণ। লহুতা থেরবাদ অভিধর্ম শিক্ষার উনিশ সর্বজনীন উত্তম মানসিক কারণের একটি।
এটি থেরবাদ অভিধর্ম শিক্ষার মধ্যে কায়লহুতা ও চিত্তলহুতা নামক দুটি মানসিক কারণের ভিত্তি। কায়লহুতা হলো মানসিক দেহের হালকাতা বা চেতসিকের হালকাতা, এবং চিত্তলহুতা হলো চেতনার হালকাতা বা চিত্তের হালকাতা। মানসিক কারণ দুটির মানসিক দেহ ও চেতনায় ভারীতা হ্রাস করার বৈশিষ্ট্য রয়েছে।
তথ্যসূত্র
উৎস
- Bhikkhu Bodhi (২০১২), A Comprehensive Manual of Abhidhamma: The Abhidhammattha Sangaha (Vipassana Meditation and the Buddha's Teachings), Independent Publishers Group Kindle Edition
- van Gorkom, Nina (২০১০), Cetasikas, Zolag