সম্প্রতি রোমান লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন। ২৩শে অক্টোবর, ২০১৮-তে রোমান তাঁর লিউকেমিয়া রোগ সম্বন্ধে মানডে নাইট র শো-তে জানান। তিনি বলেন সুস্থ হয়ে তিনি খুব শীঘ্রই পুনরায় রেসলিং জগতে প্রত্যাবর্তন করবেন। ২৫শে ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে রোমান দীর্ঘ চার মাস পর ডব্লিউডব্লিউই-র মনডে নাইট র শো-তে ফিরে আসার মাধ্যমে তার রেসলিং ক্যারিয়ার পুনরায় শুরু করেন। রেসলিং-এর পাশাপাশি রোমান "ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস প্রেজেন্টস: হবস অ্যান্ড শ" চলচ্চিত্রে অভিনয় করেছেন। ডব্লিউডব্লিউই-তে তাঁর মুভগুলি হল: স্পিয়ার, সুপারম্যান পাঞ্চ, সামোয়ান ড্রপ, বিগ বুট, গিলিটিন চোক ইত্যাদি।