রুমানা আহমেদ

রুমানা আহমেদ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
রুমানা আহমেদ
জন্ম (1991-05-29) ২৯ মে ১৯৯১ (বয়স ৩৩)
খুলনা, বাংলাদেশ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ ব্রেক
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক২৬ নভেম্বর ২০১১ বনাম আয়ারল্যান্ড
শেষ ওডিআই১২ জানুয়ারি ২০১৭ বনাম দক্ষিণ আফ্রিকা
টি২০আই অভিষেক২৮ আগস্ট ২০১২ বনাম আয়ারল্যান্ড
শেষ টি২০আই৩ ডিসেম্বর ২০১৬ বনাম শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৮/০৯-২০১২/১৩খুলনা বিভাগ মহিলা
২০১১-২০১৩মোহামেডান স্পোর্টিং ক্লাব মহিলা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই
ম্যাচ সংখ্যা ২১ ৩৪
রানের সংখ্যা ৪৬২ ৪৩৪
ব্যাটিং গড় ২৫.৬৬ ১৩.৫৬
১০০/৫০ ০/২ ০/০
সর্বোচ্চ রান ৭৫ ৪১
বল করেছে ৯৬৯ ৬৬৮
উইকেট ২৪ ২২
বোলিং গড় ২১.৫০ ২৯.১৮
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/২০ ২/৭
ক্যাচ/স্ট্যাম্পিং ৭/– ২/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১২ জানুয়ারি ২০১৭

রুমানা আহমেদ (জন্ম: ২৯ মে, ১৯৯১) খুলনা জেলায় জন্মগ্রহণকারী বিশিষ্ট বাংলাদেশী মহিলা ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকেন।[][] ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি লেগ ব্রেক বোলার তিনি। রুমানা বাংলাদেশের সেরা মহিলা অল-রাউন্ডারদের মধ্যে অন্যতম। বাংলাদেশের মহিলা ক্রিকেটের ইতিহাসে প্রথম ওডিআই হ্যাট্রিক করার বিরল কীর্তিগাথার রচয়িতা তিনি।

খেলোয়াড়ী জীবন

রুমানার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে ২০১২ সালের ২৫ আগস্টে আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে। তার সেরা বোলিং পরিসংখ্যান হচ্ছে ভারতের বিপক্ষে ২০ রান দিয়ে ৪ উইকেট লাভ।[]

২০১৬ সালে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের পক্ষে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ঐতিহাসিক হ্যাট্রিক করেন তিনি। বাংলাদেশের পক্ষে তার এ হ্যাট্রিকটি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম। খেলায় তিনি ৩/২০ বোলিং পরিসংখ্যান গড়ে বাংলাদেশকে ১০ রানের নাটকীয় বিজয় এনে দেন ও ১-০ ব্যবধানে ওডিআই সিরিজ জয়ে সবিশেষ ভূমিকা রাখেন। তিনি একেএকে কিম গার্থ, ক্লার শিলিংটনমেরি ওয়ালড্রনকে আউট করেন।[] তাকে যোগ্য সঙ্গ দেন খাদিজা তুল কুবরা ও লেগ স্পিনার ফাহিমা খাতুন। তারা উভয়েই দুই উইকেট নেন। তন্মধ্যে ফাহিমা নিজস্ব সেরা বোলিং গড়েন ২/১৩। অপর বামহাতি স্পিনার নাহিদা আক্তার পান এক উইকেট। ওডিআই সিরিজে তিনি ম্যান অব দ্য সিরিজের পুরস্কার লাভ করেন।

রুমানার টুয়েন্টি ২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে ২০১২ সালের ২৮ আগস্ট আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে।

অধিনায়কত্ব

১২ জানুয়ারি, ২০১৭ তারিখে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত ৫ ওডিআইয়ের সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৩২ রান দিয়ে কোন উইকেট না পেলেও ৩৭ রান সংগ্রহ করেন। ঐ খেলায় তার দল ৮৬ রানে পরাজিত হয়ে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।[]

রুমানা আহমেদ
পদক রেকর্ড
মহিলাদের ক্রিকেট
 বাংলাদেশ-এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১০ গুয়াংজু দল

এশিয়ান গেমস

বাংলাদেশ ২০১০ সালে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় চীন জাতীয় মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ঐতিহাসিক রৌপ্যপদক লাভ করে। রুমানা উক্ত প্রতিযোগীতায় বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় ছিলেন।[][] তিনি ব্যাট এবং বলে উভয়ই ভাল দক্ষতা দেখাতে সামর্থ্য হন।

তথ্যসূত্র

  1. "BD women's SA camp from Sunday"। Archive.thedailystar.net। ২০১৩-০৮-২৩। ২০১৪-০২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৫ 
  2. "মহিলা ক্রিকেটের প্রাথমিক দল ঘোষণা | খেলাধুলা | Samakal Online Version"। Samakal.net। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৫ 
  3. Press Trust of India   (২০১৩-০৪-১২)। "Indian eves sweep ODI series against Bangladesh 3-0 | Cricket - News | NDTVSports.com"। Sports.ndtv.com। ২০১৩-০৪-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৫  অজানা প্যারামিটার |2= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  4. "Rumana's historic hat-trick seals series for Bangladesh, Ireland v Bangladesh, 3rd Women's ODI, Belfast"। espncricinfo। 2016-9-10। সংগ্রহের তারিখ 2016-9-11  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  5. "Match details of Bangladesh women vs South Africa women, 1st WODI, 12 January, 2017"। espncricinfo। 2017-1-12। সংগ্রহের তারিখ ২০১৭-০১-১২  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  6. "এশিয়ান গেমস ক্রিকেটে আজ স্বর্ণ পেতে পারে বাংলাদেশ"। The Daily Sangram। ২০১০-১১-২৬। ২০১৪-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৫ 
  7. "বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের চীন সফর"। Khulnanews.com। ২০১৪-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৫ 

আরও দেখুন

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!