রিজ আহমেদ

রিজ আহমেদ
Riz Ahmed
আহমেদ ২০১৮ সালে
জন্ম
রিজওয়ান আহমেদ

(1982-12-01) ১ ডিসেম্বর ১৯৮২ (বয়স ৪২)
জাতীয়তাযুক্তরাজ্য
মাতৃশিক্ষায়তনক্র্রাইস্ট চার্চ, অক্সফোর্ড সেন্ট্রাল স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামা
পেশা
  • Actor
  • র‌্যাপার
কর্মজীবন২০০৬ – বর্তমান
সঙ্গীত কর্মজীবন
উপনামরিজ এমসি
ধরন
কার্যকাল২০০৬ – বর্তমান
লেবেলট্রু থট

রিজওয়ান আহমেদ (জন্ম: ১ ডিসেম্বর ১৯৮২),[] এছাড়াও রিজ এমসি নামে পরিচিত,[] একজন ইংরেজ অভিনেতা, রাপার এবং পাকিস্তানি বংশোদ্ভূত কর্মী। একজন অভিনেতা হিসাবে, তিনি ২বার এমি মনোনয়ন থেকে ১বার এমি পুরস্কার জিতেছেন এবং ১বার গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড এবং ৩বার ব্রিটিশ স্বাধীন চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হন। তিনি প্রাথমিকভাবে দ্য রোড টু গুয়ানতানামো (২০০৬), শিফটি (২০০৮), ফোর লায়ন্স (২০১০), তৃষ্ণা (২০১১), আইল ম্যানর্স (২০১২) এবং দ্য রিলাক্ট্যান্ট ফান্ডামেন্টালिস্ট (২০১৩) এর মত স্বাধীন চলচ্চিত্রগুলিতে তার অসাধারন কাজের জন্য সুপরিচিত ছিলেন।

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র

চলচ্চিত্র শিরোনাম ভূমিকা টীকা
২০০৬ দি রোড টু গুয়ান্তানামো শফিক
২০০৮ শিফটি শিফটি
বাগদাদ এক্সপ্রেস তালাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০০৯ রেগ বিজয়
২০১০ ফোর লায়ন্স ওমর
সেঞ্চুরিয়ন তারেক
২০১১ ব্লাক গোল্ড আলী
তৃষ্ণা জয়
২০১২ ই মানরোস আরন
দি রিলুকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট চেঙ্গিস খান
২০১৩ ক্লোজ সার্কিট নজরুল শার্মা
আউট অব ডার্কনেস পুরুষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০১৪ ডে টাইমার পরিচালক, লেখক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
নাইটক্লাউলার রিক
২০১৬ জেসন বর্ন আরন কাল্লর
উনা স্কট
সিটি অব টাইনি লাইটস টমি আকতার
রগ অন বধি রক
২০১৮ দি সিস্টার ব্রাদার্স হার্মেন কার্মিট ওয়ার্ম
ভেনম কার্লটন ড্রাক / রিওট
২০১৯ দি সাউন্ড অব মেটাল[] পোস্ট-প্রোডাকশন
২০২০ মুঘল মুগলি[] নির্মানাধীন

টৈলিভিশন

বছর শিরোনাম ভূমিকা টীকা
২০০৬ দি পাথ টু ৯/১১ যর্শি ২ পর্ব
২০০৬ বারিজ ওয়ে আমির টেলিভিশন চলচ্চিত্র
২০০৭ ব্রিটিজ সোহেল ওয়াহিদ ২ পর্ব
২০০৮ রিরেড মানেশ কুঞ্জরু ৩ পর্ব
২০০৮ ডেড সেট রিক ৫ পর্ব
২০০৯ ফ্রিফল গ্যারি টেলিভিশন চলচ্চিত্র
২০১১ দি ফেডস নেইল পর্ব: "পর্ব ১" - উনাইরেড পাইলট
২০১৬ দি নাইট অফ নাসির খান মিনিসিরিজ; ৮ পর্ব
২০১৫ দি ওএ ইলিয়াস রহিম ৪ পর্ব
২০১৭ গার্লস পল-লুইস ২ পর্ব

তথ্যসূত্র

  1. "Riz Ahmed"AlloCiné। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮ 
  2. Potton, Ed (২৬ মে ২০১২)। "Riz Ahmed on Ill Manors"The Times। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮ 
  3. Kroll, Justin (২০ জুলাই ২০১৮)। "Riz Ahmed and Olivia Cooke to Star in Music Drama 'Sound of Metal'"Variety.com। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৮ 
  4. Ritman, Alex (৫ মার্চ ২০১৯)। "Riz Ahmed to Star In, Produce Pulse Films' Feature 'Mughal Mowgli' (Exclusive)"HollywoodReporter 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!