রামালাহ বিনতে আবি সুফিয়ান

উম্মে হাবিবা
বিশ্বাসীগণের মাতা
أم حبيبة بنت أبي سفيان
জন্ম
রামালাহ বিনতা আবু সুফিয়ান

আনু. ৫৮৯ অথবা ৫৯৪ খ্রিস্টাব্দ
মক্কা, হেজাজ, আরব
(বর্তমানে সৌদি আরব)
মৃত্যু৪৫ হিজরি ; আনু. ৬৬৪ খ্রিস্টাব্দ
মদিনা, হেজাজ, উমাইয়া খিলাফত
(বর্তমান সৌদি আরব)
সমাধিজান্নাতুল বাকি, মদিনা
উপাধিউম্মুল মুমিনীন
দাম্পত্য সঙ্গী
সন্তানহাবিবা বিনতে উবায়েদ-আল্লাহ
পিতা-মাতা
আত্মীয়
পরিবার

উম্মে হাবিবা (আরবি: أم حبيبة) নামে অধিক পরিচিত রামালাহ বিনতে আবি সুফিয়ান (আরবি: رملة بنت أبي سفيان; আনুমানিক ৫৯৪[]-৬৬৫) ছিলেন মুহাম্মদ এর স্ত্রী এবং উম্মুল মুমিনিন (মুমিনদের মা)।

প্রাথমিক জীবন

তিনি ছিলেন আবু সুফিয়ান ইবনে হার্ব এবং সাফিয়া বিনতে আবি আল-আ’স এর কন্যা।[] উম্মে হাবিবা নামেও পরিচিত রামালাহ বিনতে আবি সুফিয়ান মুহাম্মাদ এর স্ত্রী এবং সেইজন্য মুমিনদের একজন মা ছিলেন। উম্মে হাবিবা প্রাথমিক জীবনে উবায়দুল্লাহ ইবনে জাহাশের স্ত্রী ছিলেন ।উবায়দুল্লাহ হাবশায় হিজরতের পর ইসলাম পরিত্যাগ করলে তাদের বিবাহ বিছিন্ন হয়ে যায় । তিনি ৫৮৯ খ্রিষ্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন।

মৃত্যু

৬৬৫ খ্রিষ্টােব্দে মদিনায় মৃত্যুবরণ করেন।

পরিবার

স্বামী: প্রথমে উবায়দুল্লাহ ইবনে জাহাশ। পরবর্তীতে মুহাম্মদ। সন্তান: হাবিবা বিন উবায়দুল্লাহ।

ভাইয়েরা: মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, উতবা ইবনে আবি সুফিয়ান, মরিয়াম উম্ম আল হাকাম বিনতে আবি সুফিয়ান

পিতামাতা: আবু সুফিয়ান ইবনে হারব, সাফিয়াহ বিন আবে আল-আ'স

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!