সাওদা বিনতে জামা |
---|
|
জন্ম | ৫৮৯
মক্কা, সৌদি আরব |
---|
মৃত্যু | সেপ্টেম্বর বা অক্টোবর ৬৭৪
|
---|
সমাধি | জান্নাত আল-বাকি, মদিনা |
---|
পরিচিতির কারণ | মুহাম্মাদের স্ত্রী, উম্মুল মুমিনিন |
---|
দাম্পত্য সঙ্গী | আস-সাকরান ইবনে আমর (মৃত্যু মক্কায়) মুহাম্মদ |
---|
সন্তান | আবদুর রহমান ইবনে সাকরান |
---|
পিতা-মাতা | যা’মা ইবনে কাস (পিতা) আল-সামস্ বিনতে কাস (বনু নাজযার) (মাতা) |
---|
পরিবার | বনু আমীর (জন্মসূত্রে)
আহল আল বায়ত (বিবাহ সূত্রে) |
---|
সাওদা বিনতে জামা ছিলেন মুহাম্মাদের স্ত্রী এবং মুসলিমরা তাকে উম্মুল মুমিনুন হিসাবে সম্মান করে।
জীবন
সাওদা বিনতে জামার পিতা যা’মা ইবনে কাস মক্কার কুরাইশ গোত্রের আমির ইবনে লুআই বংশের ছিলেন। তার মাতা আল-সামস্ বিনতে কাস মদিনার বংশের বনু নাজযার।[১] তিনি ইসলামের প্রাথমিক পর্যায়ে যারা আবিসিনিয়ায় মুহাম্মদের নির্দেশে হিজরত করেছিলেন তিনি তাদের অন্যতম ছিলেন।[২]
তিনি আস-সাকরান ইবনে আমরকে বিয়ে করেন।[১][৩] তাদের ছেলে আবদুর রহমান ইবনে সাকরান জালুলা যুদ্ধে নিহত হন।[৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ