রাবে হাসানী নদভী (উর্দু: رابع حسنی ندوی, ১ অক্টোবর ১৯২৯ – ১৩ এপ্রিল ২০২৩) বিংশ–একবিংশ শতাব্দীর ভারতের একজন সুন্নি ইসলামি পণ্ডিত। তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি, দারুল উলুম নদওয়াতুল উলামার আচার্য, রিয়াদস্ত আন্তর্জাতিক ইসলামি সাহিত্য সংগঠনের সহ-সভাপতি, বিশ্ব মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য, মজলিসে তাহকিকাত ওয়া নাশরিয়াতে ইসলামের সভাপতি, উত্তর প্রদেশের দ্বীনি তালিমি কাউন্সিলের সভাপতি, দারে আরাফাত রায়বেরেলির সভাপতি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অফ অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজের সদস্য, দারুল মুসান্নিফীন শিবলী একাডেমির সদস্য, পয়ামে ইনসানিয়াতের পৃষ্ঠপোষক এবং ইসলামি ফিকহ একাডেমি, ভারতের পৃষ্ঠপোষক ছিলেন। তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমের মধ্যে নিয়মিত তালিকাভুক্ত করা হয়েছে।
প্রারম্ভিক জীবন
তিনি ১৯২৯ সালের ১ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের রায়বারেলির তাকিয়া কালানে রশিদ আহমদ হাসানীর পরিবারে জন্মগ্রহণ করেন।[১] তিনি লেখক ও সংস্কারক আবুল হাসান আলী হাসানী নদভীর ভাগ্নে। তিনি রায়বারেলীতে তার পারিবারিক মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং উচ্চ শিক্ষার জন্য দারুল উলুম নদওয়াতুল উলামায় ভর্তি হয়ে ১৯৪৮ সালে স্নাতক হন।[২]
কর্মজীবন
তিনি ১৯৫২ সালে দারুল উলুম নাদওয়াতুল উলামায় সহকারী অধ্যাপক, ১৯৫৫ সালে এর আরবি বিভাগের প্রধান এবং ১৯৭০ সালে আরবি অনুষদের ডিন হন। তিনি আরবি ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ভারতীয় কাউন্সিল উত্তর প্রদেশ এবং রাষ্ট্রপতি পুরস্কারে ভুষিত হয়েছিলেন।[৩] আবুল হাসান আলী হাসানী নদভীর মৃত্যুর পর ২০০০ সালে তিনি এর আচার্য হন। তিনি মুজাহিদুল ইসলাম কাসেমির পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি হন।[৪]
সাহিত্যকর্ম
তিনি উর্দুতে ১১৮টি বই রচনা করেছেন এবং সমপরিমাণ বই আরবিতেও রচনা করেছেন। তার কাজের মধ্যে রয়েছে:
- হযরত মুহাম্মদ (সা) এর জীবনী
- ভারতীয় মুসলমান: ১০০ জন মহৎ
- গুবার-ই-কারওয়ান
উত্তরাধিকার
"A study on Arabic prose writers in India with special reference to Maulana Muhammad Rabey Hasani Nadwi" শিরোনামে ২০১২ সালে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে তার উপর একটি পিএইচডি অভিসন্দর্ভ সম্পন্ন হয়।[৫] একই বিশ্ববিদ্যালয়ের "ডেভেলপমেন্ট অব এরাবিক প্রোস ইন ইন্ডিয়া ফ্রম ১৯৪৭ টু ২০০০" শীর্ষক অভিসন্দর্ভেও তার অবদান উল্লেখিত হয়েছে।[৬] আসাম বিশ্ববিদ্যালয়ে "Indian contributions to Arabic literature _ a study on Rabey Hasani Nadwi" শীর্ষক পিএইচডি অভিসন্দর্ভ সম্পন্ন হয়।[৩]
আরও দেখুন
তথ্যসূত্র
উদ্ধৃতি
গ্রন্থপঞ্জি
- সামাদ, আব্দুস (২০১৮)। العلماء البارزون من دار العلوم لندوة العلماء الذين حصلوا على الجائزة التقديرية لنشر اللغة العربية وآدابها [আরবি ভাষা ও সাহিত্যে প্রশংসিত দারুল উলুম নদওয়াতুল উলামার বিশিষ্ট আলেমগণ] (গবেষণাপত্র)। ভারত: মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৮৬–৯৪। hdl:10603/229374।
বহিসংযোগ