রাজ্য সড়ক ৪এ হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রাজ্য সড়ক।এই রাজ্য সড়কটি টুলিন থেকে ঝালদা পর্যন্ত গেছে।
রুট
রাজ্য সড়কটি তুলিন এর কাছে ১৮ নম্বর জাতীয় সড়ক (ভারত) থেকে উৎপন্ন হয়ে ঝালদা পর্যন্ত গেছে।এখানে এটি ৪ নং রাজ্য সড়ক এর সঙ্গে যুক্ত।সড়কটি চাস মোড় এ শেষ হয়েছে।এই রাজ্য সড়কটি ৩৯ কিলোমিটার দীর্ঘ।[১][২]
তথ্যসূত্র