রবার্ট ফাউন্টেন (জন্ম ১৯৬৯) একজন ব্রিটিশ মানসিক গণনাকারী। তিনি ২০০৪ সালে প্রথম মেন্টাল ক্যালকুলেশন বিশ্বকাপ এবং ২০০৬ সালে দ্বিতীয় মেন্টাল ক্যালকুলেশন বিশ্বকাপ জিতেছিলেন[১][২][৩] ১৯৯৯ সালে তিনি মাইন্ড স্পোর্টস অর্গানাইজেশন কর্তৃক মানসিক গণনার প্রথম গ্র্যান্ডমাস্টার হিসেবে স্বীকৃতি পান। ১১ বছর বয়সে টেলিভিশনে উইম ক্লেইনকে অভিনয় করতে দেখে ফাউন্টেন মানসিক গণনা করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন।[৪] তিনি দ্য মেন্টাল ক্যালকুলেটর হ্যান্ডবুকের সহ-লেখক।[৫]