যুগোস্লাভিয়া ফুটবল অ্যাসোসিয়েশন

যুগোস্লাভিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৫ এপ্রিল ১৯১৯; ১০৫ বছর আগে (1919-04-15)
বিলুপ্ত১৯৯২
সদর দপ্তরবেলগ্রেড, যুগোস্লাভিয়া
ফিফা অধিভুক্তি১৯২৩–১৯৯২
উয়েফা অধিভুক্তি১৯৫৪–১৯৯২

যুগোস্লাভিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (সার্বীয়: Фудбалски савез Југославије, Fudbalski savez Jugoslavije, ক্রোয়েশীয়: Nogometni savez Jugoslavije, বসনীয়: Fudbalski savez Jugoslavije, স্লোভেনীয়: Nogometna zveza Jugoslavije, ম্যাসেডোনীয়: Фудбалски Сојуз на Југославија) ইংরেজি: Football Association of Yugoslavia; এছাড়াও সংক্ষেপে ওয়াইএফএ নামে পরিচিত) যুগোস্লাভিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ছিল। এই সংস্থাটি ১৯১৯ সালের ১৫ই এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেছিল, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩৫ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করেছিল; ১৯৯২ সালে বিলুপ্তির পূর্ব পর্যন্ত সংস্থাটি উভয় সংস্থার সদস্য ছিল। এই সংস্থার সদর দপ্তর যুগোস্লাভিয়ার বেলগ্রেডে ছিল।

এই সংস্থাটি যুগোস্লাভিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে যুগোস্লাভ প্রথম লীগ এবং প্রতিযোগিতা মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করতো। ১৯৯২ সালে এই সংস্থাটি বিলুপ্ত হয়েছে। এই সংস্থার বিলুপ্তির পর এর উত্তরসূরি হিসেবে সার্বিয়া ও মন্টিনিগ্রো ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা এবং উয়েফা-এ এই সংস্থার সদস্যপদ গ্রহণ করেছিল।[][][]

তথ্যসূত্র

  1. History ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১১-১২-২৭ তারিখে at FSS official website, Retrieved 4 October 2012 (সার্বীয় ভাষায়)
  2. Serbia ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ জুলাই ২০১৭ তারিখে at FIFA official website
  3. News: Serbia at UEFA official website, published 1 January 2011, Retrieved 4 October 2012

বহিঃসংযোগ

টেমপ্লেট:যুগোস্লাভিয়ায় ফুটবল টেমপ্লেট:যুগোস্লাভিয়া ফুটবল অ্যাসোসিয়েশন

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!