যুক্ত প্রদেশ (ব্রিটিশ ভারত)

ব্রিটিশ ভারতের সংযুক্ত প্রদেশসমূহ
ব্রিটিশ ভারতেরের প্রদেশ
১৯২১–১৯৩৭
সংযুক্ত প্রদেশসমূহের প্রতীক
প্রতীক

ভারতের গভর্নর-জেনারেল-এর সংযুক্ত প্রদেশগুলির মানচিত্র
রাজধানীলখনউ
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৯২১
• বিলুপ্ত
১৯৩৭
পূর্বসূরী
উত্তরসূরী
আগ্রা ও আযোধ্যার যুক্ত প্রদেশ
যুক্তপ্রদেশ (১৯৩৭–১৯৫০)
বর্তমানে যার অংশউত্তর প্রদেশ
উত্তরাখণ্ড

ব্রিটিশ ভারতের সংযুক্ত প্রদেশ যা সংযুক্ত প্রদেশ নামে বেশি পরিচিত, হল ব্রিটিশ ভারতের একটি প্রদেশ। আগ্রা ও ওউধের সংযুক্ত প্রদেশ-এর নাম পরিবর্তন হয়ে ১৯২১ সালের ৩ জানুয়ারি এটি গঠিত হয়। এটি বর্তমান ভারতের উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্যগুলির সম্মিলিত অঞ্চলগুলির সাথে সম্পর্কিত। ১৯৩৭ সালের ১ এপ্রিল যুক্তপ্রদেশ নামকরণ করা হলে এটির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়।[] ১৯২১ সালের কিছু পরে লখনউ এর রাজধানী হয়ে ওঠে।

প্রশাসনিক বিভাগ

ব্রিটিশ ভারতের সংযুক্ত প্রদেশগুলিতে ৪৮টি জেলাসহ ৯টি বিভাগ অন্তর্ভুক্ত ছিল।

দেশীয় রাজ্য

দ্বৈত-শাসন (১৯২০-৩৭)

ভারত সরকার আইন ১৯১৯ যুক্ত প্রদেশের প্রাদেশিক আইন পরিষদকে আরও সম্প্রসারিত করে ১২৩টি আসনে বর্ধিত করে, যাতে আরও নির্বাচিত ভারতীয় সদস্য আইন পরিষদে অন্তর্ভুক্ত হতে পারে। এই সংস্কারের মাধ্যমে দ্বৈত-শাসন নীতি প্রবর্তন হয়, এতে কৃষিক্ষেত্র, স্বাস্থ্য, শিক্ষা এবং স্থানীয় সরকারএর কিছু নির্দিষ্ট দায়িত্ব, নির্বাচিত মন্ত্রীদের কাছে স্থানান্তরিত করা হয়। তবে অর্থ, পুলিশ এবং সেচের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলি গভর্নরের নির্বাহী পরিষদের সদস্যদের কাছে সংরক্ষিত ছিল। যুক্ত প্রদেশের বিশিষ্ট সদস্য ও মন্ত্রীদের মধ্যে কয়েকজন ছিলেন: মোহাম্মদ আলী মোহাম্মদ খান (স্বরাষ্ট্র সদস্য), সিওয়াই চিন্তামণি (শিক্ষা ও শিল্পমন্ত্রী) এবং জগৎ নারায়ণ মুল্লা (স্থানীয় স্বরাষ্ট্র সরকার)।[]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Provinces of British India"www.worldstatesmen.org। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৩ 
  2. Jafri, Saiyid Zaheer Husain। Transformations in Indian History। Anamika Publishers and Distributors। পৃষ্ঠা 447। 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!