যতীন্দ্রমোহন সিংহ (মৃত্যুঃ ১৯৩৭) একজন বাঙালি ঔপন্যাসিক ও প্রবন্ধকার।
জীবনী
যতীন্দ্রমোহন ব্রিটিশ ভারতে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন।[১] তিনি রাজকর্মচারী হিসাবে উড়িষ্যায় কাজ করতেন। তাঁর রচিত উড়িষ্যার চিত্র গ্রন্থটি আদতে উপন্যাসের আদলে অবিভক্ত বাংলা বিহার ও উড়িষ্যার সমাজচিত্র যা বহুল পরিচিতি পায়।[২][৩]
- উড়িষ্যার চিত্র
- সাকার ও নিরাকার তত্ত্ববিচার
- অনুপমা
- তপস্যা
- গল্পমালা
- তোড়া
- সাহিত্যের স্বাস্থ্যরক্ষা
- সন্ধি
তথ্যসূত্র