ম্যাক্স ব্রাউন হলেন মেলবোর্ন, ভিক্টোরিয়ার একজন অস্ট্রেলীয় চলচ্চিত্র, টেলিভিশন এবং থিয়েটার অভিনেতা। [১] ম্যাক্স টিভি ধারাবাহিক <i id="mwFA">দ্য গ্লোমিং</i> এ অস্কার উলফের চরিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। [২] ২০২০ সালে মেলবোর্ন থিয়েটার কোম্পানির হয়ে বেঞ্জামিন ল'র নাটক টর্চ দ্য প্লেসে তার মূলধারার নাট্য আত্মপ্রকাশ হয়েছিল। [৩] [৪]