Share to: share facebook share twitter share wa share telegram print page

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট
গঠিত১৯৮২
সদরদপ্তরমৃত্তিকা ভবন, কৃষি খামার সড়ক, ঢাকা-১২১৫, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটমৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি সরকারি প্রতিষ্ঠান, যা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য সীমিত ভূমি ও মৃত্তিকা সম্পদের যুক্তিযুক্ত ও লাভজনক ব্যবহার নিশ্চিতকরণ এবং মৃত্তিকা পরিবেশ সুরক্ষা।[]

ইতিহাস

প্রধান কার্যালয়

এটি পাকিস্তান আমলে ভূমি জরিপ কর্মসূচীর পরিদপ্তরের পূর্ব পাকিস্তান শাখা হিসেবে যাত্রা শুরু করে। ১৯৮৩ সালে এটির আধুনিকায়ন করা হয় এবং মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়।[]

পরিচালনা

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, চট্টগ্রাম

এ প্রতিষ্ঠানে-

  • ৪টি বিভাগ; প্রশাসন, কার্টোগ্রাফী, ডাটা প্রসেসিং অ্যান্ড স্ট্যাটিস্টিকেল এবং পাবলিকেশন অ্যান্ড রেকর্ড শাখাসহ
  • ৯টি শাখা,
  • ৭টি বিভাগীয় কার্যালয়,
  • ৩৩টি আঞ্চলিক কার্যালয়,
  • ১টি কেন্দ্রীয় গবেষণাগার,
  • ৭টি বিভাগীয় গবেষণাগার,
  • ১৬টি আঞ্চলিক গবেষণাগার,
  • ২টি গবেষণা কেন্দ্র রয়েছে।

এছাড়া কৃষকের মৃত্তিকা নমুনা সরেজমিনে পরীক্ষা করে ফলাফলের ভিত্তিতে সুষম মাত্রার সার সুপারিশ করার লক্ষ্যে ১০টি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার রয়েছে।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. হাসান, মো. শহীদুল। "মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট"bn.banglapedia.org। বাংলাপিডিয়া। 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya