মুহিব্বুর রহমান খান বা মুহিব খান (জন্ম: অক্টোবর ১৯৭৯) একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত, কবি ও সংগীতশিল্পী। কবি হিসেবে তিনি বাংলা ভাষায় সর্বপ্রথম কুরআনের পূর্ণাঙ্গ কাব্যনুবাদ করেছেন।[১][২] তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় নেতা। ২০১৬ সালে তিনি বাংলাদেশের একটি রাজনৈতিক দল ন্যাশনাল মুভমেন্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করেন এবং তিনি দলটির প্রতিষ্ঠাতা সভাপতি। তার রচিত ইঞ্চি ইঞ্চি মাটি, কেন কেন সহ একাধিক সংগীত জনপ্রিয়তা পেয়েছে।[১] তিনি জাগ্রত কবি হিসেবে অত্যধিক পরিচিত। তার লেখা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি গানটি বাংলাদেশের জাতীয় সংগীত বানানোর দাবি উঠে।[৩]
২০০৪ সালে তিনি কুরআনের কাব্যনুবাদ শুরু করেন। ২০০৬ সালের জুলাই মাসে প্রথম দশ পারার অনুবাদ গ্রন্থাকারে প্রকাশিত হয়। এরপর কাজে ধীরতা আসে এবং ২০২০ সালে করোনার অবরুদ্ধকরণ সময়ে তিনি কাজটি সমাপ্ত করেন।[১]
কিছু প্রকাশনায় মুহিব খানের কাব্যানুবাদকে সর্বপ্রথম পূর্ণাঙ্গ অনুবাদ বলে প্রকাশ করা হয়।[১] তবে মুসা আল হাফিজ এই দাবিকে প্রত্যাখ্যান করেন। তিনি এই কাব্যগ্রন্থের পূর্বে প্রকাশিত দশের অধিক কাব্যগ্রন্থের বিষয়ে উল্লেখ করেন।[৬]
সাহিত্যকর্ম
তার সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
লাল সাগরের ঢেউ
মেঘে ঢাকা সুন্নাত
তৃষ্ণা মেটে না মোর
মুরাকাবা (আত্নদর্শনের তত্বরহস্য)
অচিন কাব্য
প্রাণের আওয়াজ
প্রেম বিরহের মাঝে
নতুন ঝড়
পৃথিবীর পথে
আমার গান
সমালোচনা
পোস্টার
২০১৯ সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগের একটি অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়, যেখানে মুহিব খানকে আমন্ত্রণ করা হয়েছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা মুহিব খানের বিরুদ্ধে সরকারবিরোধী গান পরিবেশন ও পারিবারিকভাবে বিএনপি সম্পৃক্ততার অভিযোগ আনলে অনুষ্ঠানটি বাতিল করা হয়।[৭]
গণকমিশন রিপোর্ট
মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন কর্তৃক ২০২২ সালের একটি রিপোর্টে তার সম্পর্কে সমালোচনা করে বলা হয়, "হেফাজত নেতা মুহিব খান জিহাদী সংগীত, লেখালেখি, কবিতা ও অডিও-ভিডিওর মাধ্যমে যুব সমাজকে উগ্র জঙ্গিবাদের দিকে সর্বদা আহ্বান জানান। ইসলামি সঙ্গীত চর্চা ও ওয়াজের নামে যুব সমাজকে উগ্রতার দিকে নিয়ে যাচ্ছেন তিনি। গানে গানে তৈরি করেছেন অগণিত উগ্রবাদী ভক্ত। বর্তমানে তিনি ‘জাগ্রত কবি মুহিব খান’ নামে অধিক পরিচিত।[৪]