মুন্দ্রা অতি বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র বা মুন্দ্রা আল্ট্রা মেগা পাওয়ার প্রজেক্ট বা মুন্দ্রা ইউএমপিপি হল ভারতের গুজরাতের কচ্ছ জেলার মুন্দ্রা তালুকায় একটি বিটুমিনাস কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এটি ভারতের তৃতীয় বৃহত্তম পরিচালনাগত বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা মূলত ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়। বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জলের উত্স হল কচ্ছ উপসাগর। বিদ্যুৎ কেন্দ্রটি টাটা পাওয়ারের মালিকানাধীন।[১]
ক্ষমতা
বিদ্যুৎ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৪,০০০ মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ৫ টি ইউনিট রয়েছে।
পর্যায় |
ইউনিট সংখ্যা |
বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (মেগাওয়াট) |
কমিশনিং-এর তারিখ
|
১ম |
১০ |
৮০০ |
মার্চ, ২০১২[২]
|
২য় |
২০ |
৮০০ |
জুলাই, ২০১২[৩]
|
৩য় |
৩০ |
৮০০ |
অক্টোবর ২০১২[৪]
|
৪র্থ |
৪০ |
৮০০ |
জানুয়ারি, ২০১৩[৫]
|
৫ম |
৫০ |
৮০০ |
মার্চ, ২০১৩[৬]
|
মোট |
পাঁচ |
৪,০০০ |
|
প্রযুক্তি
বিদ্যুৎ কেন্দ্রটি সুপার-ক্রিটিকাল বয়লার প্রযুক্তি ব্যবহার করে। ভারতের অন্যান্য সাব-ক্রিটিকাল বিদ্যুৎ কেন্দ্রের তুলনায়, মুন্দ্রা ইউএমপিপি একই পরিমাণ বিদ্যুৎ উত্পাদন করার জন্য প্রতি বছর ১.৭ মিলিয়ন টন কম কয়লা ব্যবহার করবে।[৪] বিদ্যুৎ কেন্দ্রের বয়লারগুলি ডুসান দ্বারা ও টারবাইনগুলি তোশিবা দ্বারা সরবরাহ করা হয়।
ক্রেতা
টাটা পাওয়ার বিদ্যুৎ কেন্দ্রের ৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির জন্য একটি বিদ্যুৎ ক্রয় চুক্তিতে প্রবেশ করেছে।[৭]
তথ্যসূত্র
|
---|
বিভাগ এবং সহায়ক | তথ্য প্রযুক্তি & প্রকৌশল | |
---|
এয়ারলাইন্স | |
---|
ইস্পাত | |
---|
স্বয়ংচালিত | |
---|
ভোক্তা & খুচরা বিক্রয় | |
---|
অবকাঠামো | |
---|
আর্থিক সেবা | |
---|
মহাকাশ ও প্রতিরক্ষা | |
---|
পর্যটন ও ভ্রমণ | |
---|
টেলিকম ও মিডিয়া | |
---|
ট্রেডিং ও বিনিয়োগ | |
---|
| |
---|
যৌথ উদ্যোগ | |
---|
প্রাক্তন হোল্ডিংস | |
---|
ক্রীড়া | |
---|
প্রতিষ্ঠান | |
---|
হাসপাতাল | |
---|
ট্রাস্ট | |
---|
ব্যক্তি | গ্রুপ চেয়ারম্যান | |
---|
বর্তমান | টাটা সন্সের বোর্ড | |
---|
গ্রুপ কোম্পানি | |
---|
টাটা ট্রাস্ট | |
---|
|
---|
প্রাক্তন | |
---|
|
---|
অন্যান্য | |
---|
|