এই নিবন্ধে ব্যক্তির
পদবি হলো
গিইউ,
পাজ নয়।
মার্ক গিইউ|
পূর্ণ নাম |
মার্ক গিইউ পাজ[১] |
---|
জন্ম |
(2006-01-04) ৪ জানুয়ারি ২০০৬ (বয়স ১৮) |
---|
জন্ম স্থান |
গ্রানোলার্স, স্পেন[১] |
---|
উচ্চতা |
১.৮৭ মিটার[১] |
---|
মাঠে অবস্থান |
স্ট্রাইকার |
---|
|
বর্তমান দল |
চেলসি |
---|
জার্সি নম্বর |
৩৮ |
---|
|
২০১০–২০১৩ |
পিবি সান্ত সেলোনি |
---|
২০১৩–২০২৩ |
বার্সেলোনা |
---|
|
বছর |
দল |
ম্যাচ |
(গোল) |
---|
২০২৩–২০২৪ |
বার্সেলোনা বি |
১৩ |
(৪) |
---|
২০২৩–২০২৪ |
বার্সেলোনা |
৩ |
(১) |
---|
২০২৪– |
চেলসি |
০ |
(০) |
---|
|
২০২২–২০২৩ |
স্পেন অনূর্ধ্ব-১৭ |
১৭ |
(১০) |
---|
২০২৪– |
স্পেন অনূর্ধ্ব-১৯ |
৩ |
(০) |
---|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২ আগস্ট ২০২৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৬ মার্চ ২০২৪ তারিখ অনুযায়ী সঠিক। |
মার্ক গিইউ পাজ (স্পেনীয় উচ্চারণ: [ˈmark ˈgiw]; জন্ম ৪ জানুয়ারী ২০০৬) একজন স্প্যানীয় পেশাদার ফুটবলার যিনি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন।
ক্লাব ক্যারিয়ার
বার্সেলোনা
গ্রানোলার্স, বার্সেলোনা, কাতালুনিয়াতে জন্মগ্রহণ করা গিইউ তার ক্যারিয়ার শুরু করেন পেনিয়া বার্সেলোনিস্তা সান্ত সেলোনি হয়ে যা লা লিগা দল বার্সেলোনার একটি সমর্থক ক্লাব।[২] তিনি ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনায় যোগদান করেন এবং লা মাসিয়া একাডেমির মাধ্যমে অগ্রসর হন এবং ২০২৩ সালের জুন মাসে সেলতা ভিগো এবং জাপানি দল ভিসেল কোবে বিপক্ষে প্রাক-মৌসুম ম্যাচগুলো আগে প্রথমবারের মতো মূল দলে ডাক পান।[৩] রবের্ত লেভানদোভস্কির অর্ধ-সময়ের বিকল্প হিসেবে পরের খেলায় বার্সেলোনার হয়ে গিইউ তার অনানুষ্ঠানিক অভিষেক করেন।[৪][৫]
চেলসি
১ জুলাই ২০২৪ সালে, গিইউ প্রিমিয়ার লিগের দল চেলসিতে যোগ দেন একটি রিপোর্ট অনুযায়ী €6 মিলিয়ন ইউরোর বিনিময়ে।[৬] তিনি ক্লাবের সাথে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেন।[৬][৭]
তথ্যসূত্র
বহিঃসংযোগ