ফিলিপ ইয়র্গেন্সেন

ফিলিপ ইয়র্গেন্সেন
ব্যক্তিগত তথ্য
জন্ম (2002-04-16) ১৬ এপ্রিল ২০০২ (বয়স ২২)
জন্ম স্থান লোমা, সুইডেন
উচ্চতা ১.৯০ মি.
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
চেলসি
জার্সি নম্বর ১২
যুব পর্যায়
2007–2008 GIF Nike
2008–2014 Malmö FF
2014 Santa Catalina
2014–2015 Penya Arrabal
2015–2016 Malmö FF
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
2020–2023 Villarreal B 41 (0)
2020–2024 Villarreal 38 (0)
2024– Chelsea 1 (0)
জাতীয় দল
2018 Sweden U16 2 (0)
2018–2019 Sweden U17 8 (0)
2021– Denmark U21 11 (0)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 5 June 2024 তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 26 March 2024 তারিখ অনুযায়ী সঠিক।

ফিলিপ ইয়র্গেন্সেন (জন্ম ১৬ এপ্রিল ২০০২) হলেন একজন সুইডিশ-ড্যানিশ পেশাদার ফুটবলার যিনি প্রিমিয়ার লীগ ক্লাব চেলসির হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

৩০ জুলাই ২০২৪-এ, ইয়র্গেন্সেন প্রিমিয়ার লিগ ক্লাব চেলসিতে যোগদান করেন প্রায় £২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এবং সাত বছরের চুক্তি স্বাক্ষর করেন।[][]

তথ্যসূত্র

  1. "Chelsea complete signing of Filip Jorgensen!"। Chelsea FC। ৩০ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৪ 
  2. "Chelsea agree deals for Jorgensen and Anselmino"। BBC। ২৭ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০২৪ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!