শোঅল্টার জন্মগ্রহণ করেছিলেন পেনসিলভানিয়ার অ্যাবিংটনে। শৈশবে তিনি বিজ্ঞান-ভিত্তিক খেলনা নিয়ে খেলতে ভালোবাসতেন। কৈশোরে বিদ্যালয়ে পাঠগ্রহণকালে একটি দূরবীন কেনার অর্থ জোগাড় করতে তিনি লনে ঘাস ছাঁটার কাজ করেছিলেন। ১৯৭৯ সালে ওবারলিন কলেজ তিনি পদার্থবিদ্যা ও গণিতে বি.এ. ডিগ্রি অর্জন করেন। স্নাতক স্তরের পড়াশোনা শেষ হলে প্রথম দিকে তিনি জ্যোতির্বিজ্ঞানকে পেশা হিসেবে গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেননি। কিন্তু ভয়েজার ২ বৃহস্পতির যে আলোকচিত্রগুলি পৃথিবীতে প্রেরণ করে সেগুলি দেখে তিনি সেই ব্যাপারে মনস্থির করে ফেলেন।[৩]
১৯৯০ সালে দশ বছরের পুরনো ভয়েজার তথ্যাবলি ব্যবহার করে শোঅল্টয়ার শনির অষ্টাদশ তথা সর্ব-অভ্যন্তরীণ প্রাকৃতিক উপগ্রহপ্যান আবিষ্কার করেন। উপগ্রহটি অভ্যন্তরভাগে শনিকে প্রদক্ষিণ করে এবং রাখালিয়া উপগ্রহের কাজ করে শনির বলয়ের এনকে ফাঁকটিকে খুলে রাখে।[৬][৭]
১৯৯৪ সালের জুলাই মাসে শ্যুমেকার-লেভি ৯ ধূমকেতুর সঙ্গে বৃহস্পতির সংঘর্ষের সময় বৃহস্পতির বলয়ে যে কুণ্ডলায়িত উল্লম্ব কুঞ্চন সৃষ্টি হয়েছিল, ২০১০ সালে শোঅল্টারই তা আবিষ্কার করেন। ১৯৯০ সালের গোড়ার দিকে একটি অজ্ঞাত সংঘর্ষের সঙ্গে সঙ্গতিপূর্ণ একগুচ্ছ ক্ষুদ্রতর কুঞ্চনের সৃষ্টি হয়। শোঅল্টার ও তাঁর সহ-গবেষকেরা শনির ডি বলয়ে অনুরূপ কুণ্ডলায়িত নকশা আবিষ্কার করেন।[১১][১২][১৩][১৪]
প্লুটোর নিকটবর্তী অঞ্চলে নিউ হোরাইজনস মহাকাশযানটি কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে তা নির্ধারণ করার ব্যাপারে শোঅল্টার নিউ হোরাইজনস দলের সহায়তা করেন। ২০১১ সালে হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে প্লুটোর একটি অস্পষ্ট ধূলির বলয় অনুসন্ধান করতে গিয়ে তিনি প্লুটোর চতুর্থ উপগ্রহ কারবারোস আবিষ্কার করেন।[৭][১৫] ২০১২ সালের জুলাই মাসে নিউ হোরাইজনস দলের সঙ্গে কাজ করতে গিয়েই শোঅল্টার প্লুটোর পঞ্চম উপগ্রহ স্টিক্স আবিষ্কার করেন।[১৬][১৭]
২০১৩ সালের ১৫ জুলাই শোঅল্টারের নেতৃত্বে জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে হাবল স্পেস টেলিস্কোপ কর্তৃক গৃহীত আলোকচিত্রগুলি থেকে নেপচুনের ইতিপূর্বে অজ্ঞাত চতুর্দশ উপগ্রহটি আবিষ্কার করেন। পরবর্তীকালে এটির নামকরণ করা হয় হিপোক্যাম্প। অনুমান করা হয়, এটির ব্যাস ৩৪.৮ কিলোমিটার।[১৮]
↑ At the time of discovery, the gossamer ring was thought to be a single ring. Later observations have resolved the gossamer ring into two separate, overlapping rings: the Thebe gossamer ring and the Amalthea gossamer ring.
↑ কখ"Mark Showalter's Home Page"। Rings Node, NASA Planetary Data System। জুলাই ২০১২। ২০০৮-০৯-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৭-১৬।
↑NASA (২০১১-০৩-৩১)। "Subtle Ripples in Jupiter's Ring"। PIA 13893 caption। NASA / Jet Propulsion Laboratory-Caltech / SETI। ২০১৪-০৪-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-০৪।