মাদারীপুর কেন্দ্রীয় পৌর বাস টার্মিনাল ঢাকা বিভাগের মাদারীপুরে অবস্থিত একটি আধুনিক বাস টার্মিনাল।[১] এটি মাদারীপুর নতুন বাস টার্মিনাল নামেই অধিক পরিচিত। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৮ সালের ২১ অক্টোবর এই বাস টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়। ২০২৩ সালের ১৪ নভেম্বর টার্মিনালের উদ্বোধন হয়।[২]
বিশ্ব ব্যাংকের অর্থায়নে মাদারীপুর কেন্দ্রীয় পৌর বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের ২১ অক্টোবর। পরের বছর ২০১৯ সালের ডিসেম্বরে মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল।[১] প্রকল্পের মেয়াদ কয়েকদফা বাড়ানোর পর ঠিকাদারি প্রতিষ্ঠানটি ২০২২ সালে নির্মাণ কাজ সম্পন্ন করে।[২] ২০২২ সালের ৩০ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠানটি মাদারীপুর পৌর কর্তৃপক্ষের নিকট টার্মিনালের দায়িত্ব হস্তান্তর করে।[৩] পরবর্তীতে ২০২৩ সালের ১৪ নভেম্বর জনসাধারণের জন্য উন্মোচন করা হয়।[২][৪]