আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব হলো একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা। এর মাধ্যমে মহিলা ক্রিকেট বিশ্বকাপের জন্য দল বাছাইয়ের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
১৯৭৩ সালে প্রথমবারের মতো মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবং প্রথম সাতটি আসরে অংশগ্রহণকারী দলসমূহকে আন্তর্জাতিক মহিলা ক্রিকেট কাউন্সিল (আইডব্লিউসিসি) কর্তৃক সুপারিশক্রমে আমন্ত্রণ আকারে নির্ধারণ করা হয়েছিল।[১] ২০০৫ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য ২০০৩ সালে প্রথম বাছাইপর্ব প্রতিযোগিতার আয়োজন করা হয়। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ঐ প্রতিযোগিতায় আয়ারল্যান্ড শিরোপা জয় করে।[২] এরপর ধারাবাহিকভাবে আরও তিনটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকায় পাকিস্তান ও ২০১১ সালে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ বিজয়ী হয়।[৩][৪] সর্বশেষ ২০১৭ সালের প্রতিযোগিতাটি ফেব্রুয়ারি, ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।[৫] এতে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।[৩][৪]
উদ্বোধনী আসর আইডব্লিউসিসি’র ব্যবস্থাপনায় আইডব্লিউসিসি ট্রফি নামে পরিচিত ছিল। তবে, আইডব্লিউসিসি ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে একীভূত হয় ও অন্য সকল আসর শুধুই বিশ্বকাপ বাছাইপর্ব নামে পরিচিত হতে থাকে। দল সংখ্যা ও বাছাইপর্বের স্থান নির্ধারণ প্রক্রিয়া প্রত্যেক প্রতিযোগিতাতেই ভিন্ন হয়েছে। ২০০৩ সালে দুইটি স্থান নির্ধারণী খেলার জন্য ছয় দল ও পরবর্তী ২০০৮ সালের আসরে আট দলকে ঐ দুইটি স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হয়েছে। ২০১১ সালের আসরে দশ দলকে তিনটি স্থানের জন্য ও ২০১৭ সালের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দশ দলকে চারটি স্থানের জন্য অবতীর্ণ হতে হয়েছে।[৬]