মন্দির

ভারতীয় গ্রাম্য মন্দির

মন্দির (বাংলা উচ্চারণ: [মন্দির] (শুনুন)) বলতে বুঝানো হয় কোন একটি বিশেষ ধর্মের ধর্মীয় বা আধ্যাত্মিক কার্যকলাপ যেমন প্রার্থনা ও বলিদান, বা অনুরূপ অনুষ্ঠানাদির জন্য সংরক্ষিত একটি স্থাপনার কাঠামোকে। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন প্রভৃতি ধর্মীয় স্থাপনার সাথে মন্দির শব্দটি যুক্ত।

হিন্দু মন্দির

বৃহদেশ্বর মন্দিরের সম্মুখভাগ

হিন্দু মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয়। হিন্দু মন্দির একটি পৃথক স্থাপনা বা অন্য কোনো স্থাপনার অঙ্গরূপে প্রতিষ্ঠিত হতে পারে। হিন্দুদের মন্দিরের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মূর্তির উপস্থিতি। সাধারণত যে দেবতার মন্দির, মন্দিরের কেন্দ্রে সেই দেবতার মূর্তি স্থাপিত হয়। মন্দিরে প্রধান দেবতার পাশাপাশি অন্যান্য দেবতাও পূজিত হতে পারেন। অবশ্য কোনো কোনো মন্দির একাধিক দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত হয়; আবার কোথাও কোথাও মূর্তির বদলে প্রতীকের পূজা হয়ে থাকে।

বৌদ্ধ মন্দির

জৈন মন্দির

শিখ মন্দির

মেসোপটেমিয়ার মন্দির

মিশরীয় মন্দির

গ্রেকো-রোমান মন্দির

পৌত্তলিক মন্দির

জরথুস্ট্রীয় মন্দির

তথ্যসূত্র

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!