মন মানে না একটি বাংলা রোমান্টিক চলচ্চিত্র। [২] ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সুজিত গুহ পরিচালিত এই চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় আছেন দেব, কোয়েল মল্লিক, তাপস পাল প্রমুখ।[৩][৪] চলচ্চিত্রটি ১৯৯৫ সালের আমেরিকান চলচ্চিত্র ফ্রেঞ্চ কিস-এর পুনঃনির্মাণ।
রাহুল (দেব) ও রিয়া (কোয়েল মল্লিক) শিলিগুড়িতে একে অপরের সাথে পরিচিত হয়। রিয়া তার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে, পক্ষান্তরে রাহুল যাচ্ছে তার চুরি করা নেকলেসটি বেঁচতে। তাদের উভয়ের গন্তব্য দার্জিলিং।
রাহুল ও রিয়া নিজের অজান্তেই একে অপরের সাথে যুক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের হাত থেকে বাঁচার জন্য রাহুল যে চেইনটি বিক্রি করতে যাচ্ছিল সেটি রিয়ার ব্যাগে লুকিয়ে ফেলে। সেটি আবার অন্য এক চোরের হাতে পড়ে। এক পর্যায়ে রিয়া রাহুল-এর বাড়ি যায়। সেখানে সে বাড়ির অন্যদের সাথে পরিচিত হয়। পরিবারে রাহুলই শেষ ভরসা। এদিকে রাহুলকে পুলিশ (তাপস পাল) ধরেও ছেড়ে দেয়। অথচ রাহুলকে ধরার জন্য সে অনেক ছোটাছুটি করে।
এক সময়ে রিয়া বুঝতে পারে তার বন্ধু, যার সাথে সে দেখা করতে যাচ্ছে, আসলে একজন প্রতারক। তখন তার মন ভেঙে যায়।
শেষে রাহুল ও রিয়া এক অপরের সাথে আবারও অন্য এক পরিবেশে মিলিত হয়। তারা তাদের ভালবাসা স্বীকার করে নেয় এবং বিয়ে করে।[৫]
এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেন জিৎ গাঙ্গুলী।