মধ্য এশিয়া ফুটবল এসোসিয়েশন হচ্ছে মধ্য এশিয়ার ফুটবল খেলা দেশসমুহের একটি জোট। [১] সিএএফএ ২০১৪ সালের জুন মাসে নীতিগতভাবে এশিয়ান ফুটবল কনফেডারেশন দ্বারা অনুমোদিত হয় এবং ২০১৫ সালে জানুয়ারি মাসে এএফসি এশিয়ান কাপ চলাকালিন সময়ে এক্সট্রাঅরডিনারি কংগ্রেসে অনুমোদন লাভ করে।[২] এর ফলে সিএএফএ এএফসির কার্যনিবাহী কমিটির সদস্য হতে পারবে।
২০১৪ সালের ১০ মে ছয়টি সদস্য দেশের প্রতিনিধিগন এশিয়ার নতুন ফুটবল জোন তৈরির সম্ভাবনা সম্পর্কে আলোচনার জন্য এএফসির সভাপতি সালমান আল-খলিফা এর সাথে মিলিত হন। প্রতিনিধি দল ইরান ও আফগানিস্তানের পক্ষ থেকে এএফসি সভাপতিকে আমন্ত্রণ জানান।[৩] ২০১৪ সালের ৯ জুন সাও পাওলোতে অনুষ্ঠিত এএফসির কংগ্রেসে নতুন জোন তৈরির অনুমোদন দেয়।[৪]
সিএএফএ ছয় সদস্য সদস্য সমন্বয়ে গঠিত।এঁরা সকলেই এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য।
মহিলাদের
ফিফা বিশ্ব র্যাঙ্কিং অনুসারে-
সর্বশেষ হালনাগাদ ৪ ফেব্রুয়ারি, ২০১৬।[১২]
পুরুষ দল সমুহের নেতৃত্বে আছে:
সর্বশেস হালনাগাদ ১৮ ডিসেম্বর ২০১৫।[১৩]
মহিলা দল সমুহের নেতৃত্বে আছে: