মধুসূদন রেগে
|
পূর্ণ নাম | মধুসূদন রামচন্দ্র রেগে |
---|
জন্ম | (১৯২৪-০৩-১৮)১৮ মার্চ ১৯২৪ পানভেল, মহারাষ্ট্র, ব্রিটিশ ভারত |
---|
মৃত্যু | ১৬ ডিসেম্বর ২০১৩(2013-12-16) (বয়স ৮৯) |
---|
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
---|
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ ব্রেক |
---|
ভূমিকা | ব্যাটসম্যান |
---|
|
জাতীয় দল | |
---|
একমাত্র টেস্ট (ক্যাপ ৫১) | ২৭ জানুয়ারি ১৯৪৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ |
---|
|
---|
|
বছর | দল |
১৯৪৪/৪৫ - ১৯৫৪/৫৫ | মহারাষ্ট্র |
---|
|
---|
|
|
|
---|
|
মধুসূদন রামচন্দ্র রেগে (মারাঠি: मधुसूदन रेगे; জন্ম: ১৮ মার্চ, ১৯২৪ - মৃত্যু: ১৬ ডিসেম্বর, ২০১৩) তৎকালীন ব্রিটিশ ভারতের পানভেল এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৪৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১]
ঘরোয়া প্রথম-শ্রেণীর ভারতীয় ক্রিকেটে মহারাষ্ট্র দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে অফ ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন মধুসূদন রেগে।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
১৯৪৪-৪৫ মৌসুম থেকে ১৯৫৪-৫৫ মৌসুম পর্যন্ত মধুসূদন রেগে’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। সবটুকু সময়ই মহারাষ্ট্র দলের পক্ষে খেলেছিলেন তিনি।
১৯৪৮-৪৯ মৌসুমে বোম্বের বিপক্ষে ১৩৩ ও ১০০ রান সংগ্রহ করেছিলেন। প্রায় এক দশকব্যাপী প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে ছয় সেঞ্চুরি সহযোগে ৩৭.২৬ গড়ে ২,৩৪৮ রান তুলেন। ১৯৫১-৫২ মৌসুম থেকে ১৯৫৪-৫৫ মৌসুমে অবসর গ্রহণের পূর্ব-পর্যন্ত মহারাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। ১৯৫৩-৫৪ মৌসুমে রঞ্জী ট্রফিতে গুজরাতের বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ১৬৪ রান তুলেন।[২]
১৯৫১-৫২ মৌসুমে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ভারত গমন করে। মহারাষ্ট্রের সদস্যরূপে সফররত দলটির বিপক্ষে ব্যাটিং উদ্বোধনে নেমে ১৩৩ রান তুলেন। অথচ, তার দল মাত্র ২৪৯ রানে গুটিয়ে যায়। এরপর বোলিং করতে এসে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বল ছোঁড়ার দায়ে অভিযুক্ত হন।[৩]
আন্তর্জাতিক ক্রিকেট
সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন মধুসূদন রেগে। ২৭ জানুয়ারি, ১৯৪৯ তারিখে চেন্নাইয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।
খেলায় তিনি ১৫ ও ০ রান তুলেন। উভয় ইনিংসেই প্রায়র জোন্সের শিকারে পরিণত হন।
১৬ ডিসেম্বর, ২০১৩ তারিখে ৮৯ বছর বয়সে মধুসূদন রেগে’র দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
আরও দেখুন
বহিঃসংযোগ