Share to: share facebook share twitter share wa share telegram print page

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা
মাদ্রাসার লোগো
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত২ এপ্রিল ১৯১৩; ১১২ বছর আগে (1913-04-02)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
অধ্যক্ষমোঃ আবুল বাশার আব্দুর রহিম
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ১০০০
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
EIIN সংখ্যা১০১১৬৪
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
এমপিও সংখ্যা৫২০১০১২৪০১
ওয়েবসাইটhttp://101164.ebmeb.gov.bd/

ভোলা দারুল হাদিস কামিল স্নাতকোত্তর মাদ্রাসা বাংলাদেশের ভোলা জেলার প্রাচীনতম একটি আলিয়া মাদ্রাসা[][] তবে এটি ভোলা জেলার কেন্দ্রীয় মাদ্রাসা হওয়াতে ভোলা আলিয়া মাদ্রাসা নামেও অভিহিত হয়ে থাকে। মাদ্রাসাটিতে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ শ্রেণী কামিল পর্যন্ত রয়েছে। এটি ১৯১৩ সালে এটি ভোলা জেলার সদর উপজেলার কাতলাসেন নামক স্থানে প্রতিষ্ঠিত হয়েছিলো।[] এখানে বিজ্ঞান ও মানবিক উভয় বিভাগই চালু রয়েছে।[] মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মোঃ আবুল বাশার আব্দুর রহিম।[]

ইতিহাস

২০১৩ সালে প্রথম দিকে ভোলা জেলার প্রানকেন্দ্রে এই মাদ্রাসা স্থাপিত হয়। এর অনেক পরে তৎকালীন সরকার কর্তৃক অনুমোদন লাভ করে। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ধীরে ধীরে এই মাদ্রাসা কামিল মাদ্রাসায় রূপান্তরিত হয়। এছাড়াও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান তার বাবার অর্থানুকুল্যে স্থানীয় আলেমরা বর্তমান আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।[]

ভোলা জেলায় ইসলামি শিক্ষা প্রসারে এই মাদ্রাসার অবদান রয়েছে। ২০০৬ সালে মাদ্রাসাটি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধিভুক্ত লাভ করে, এবং ফাজিল শ্রেণী সাধারণ ডিগ্রি মান অর্জন করে। এরপর ২০১৬ সালে মাদ্রাসাটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় এবং ২১টি মাদ্রাসার সঙ্গে এই মাদ্রাসায়ও অনার্স কোর্স চালু হয়।[]

ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উলামাদের তালিকা

শিক্ষা কার্যক্রম

মাদ্রাসাটিতে প্রাথমিক শিক্ষাস্তর ইবতেদায়ী থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ পর্যায় কামিল শ্রেণী পর্যন্ত রয়েছে। এছাড়ারাও এই মাদ্রাসার দাখিল ও আলিম উভয় স্তরে বিজ্ঞান ও মানবিক শাখা বিদ্যমান রয়েছে। এই মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে থাকে। এছাড়াও এই মাদ্রাসার ফাজিল ও কামিল পর্যায়ে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ প্রভৃতি বিভাগ চালু আছে।

মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মোঃ আবুল বাশার আব্দুর রহিমের এবং উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বেরুল হক নাঈম।[]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • রুহুল আমিন, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ।[]
  • মাওলানা মোবাশ্বেরুল হক নাঈম, লেখক ও গবেষক, উপাধ্যক্ষ।[]

তথ্যসূত্র

  1. "আরো ২১ মাদরাসায় অনার্স কোর্স চালু"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২ 
  2. "ভোলা জেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২ 
  3. Bholabani। "ভোলা দারুল হাদিস কামিল মাদরাসায় ডিজিটাল শিক্ষা কার্যক্রম শুভ উদ্বোধন"Bholabani (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২ 
  4. "Bhola Darul Hadis Kamil (masters) Madrasa - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২ 
  5. সংবাদদাতা, ভোলা জেলা। "ভোলা দারুল হাদিস কামিল মাদরাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত"DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২ 
  6. প্রতিবেদক, নিজস্ব। "মাদ্রাসা শিক্ষার দ্বীনি ঐতিহ্য বিকশিত হোক"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২১ 
  7. প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "আরও ২১ মাদ্রাসায় অনার্স কোর্স"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২১-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২ 
  8. "পাঠকের আস্থার গণমাধ্যম ঢাকা পোস্ট"dhakapost.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২ 
  9. প্রতিবেদক, নিজস্ব। "সম্মেলন"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১২ 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya