ভস্টক ৬ (রুশ: Восток-5, ওরিয়েন্ট ৫ বা পূর্ব ৫) হলো ভস্টক ৬ -এর সাথে সোভিয়েত মহাকাশ কর্মসূচির একটি যৌথ অভিযান; ভস্টক ৩ এবং ভস্টক ৪-এর আগের জোড়ার মতো এই দুটি ভস্টক মহাকাশযান কক্ষপথে একে অপরের কাছাকাছি এসে একটি রেডিও লিঙ্ক স্থাপন করে।
ভস্টক ৬ ছিলো প্রথম মানব মহাকাশযান যা একজন নারী মহাকাশচারীকে, ভালেন্তিনা তেরেসকোভাকে, মহাকাশে নিয়ে যায়।[৫]
অভিযাত্রী
মিশন পরামিতি
- ভর: ৪,৭১৩ কেজি (১০,৩৯০ পা)
- পেরিজি: ২৩১ কিমি (১৪৪ মা)
- অ্যাপোজি: ১৮০ কিমি (১১০ মা)
- প্রবণতা: ৬৪.৯°
- সময়কাল: ৮৭.৮ মিনিট।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
টেমপ্লেট:Vostok Programme
টেমপ্লেট:Orbital launches in 1963