ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বা ব্যাডমিন্টন বিশ্ব সংঘ হল ব্যাডমিন্টন ক্রীড়ার জন্য আন্তর্জাতিক পরিচালনা পরিষদ, যা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃক স্বীকৃত। সংস্থাটি সংক্ষিপ্ত নাম বিডব্লিউএফ হিসাবে বেশি পরিচিত। এর সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এবং এর বর্তমান সভাপতি পাউল এরিক হোয়ের লারসেন।[১] বর্তমান সদস্য সংখ্যা হল ১৭৬টি জাতীয় সংস্থা।
ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন ১৯৩৪ সালে আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৯টি রাষ্ট্র : কানাডা, ইংল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস। ১৯৮১ সালের ২৬ মে আন্তর্জাতিক ব্যাডমিন্টন ফেডারেশনের সাথে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফেডারেশনকে একীভূত করা হয়।[২]
২৪ সেপ্টেম্বর ২০০৬ সালে, স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত এক অতিরিক্ত সাধারণ সভায় ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (BWF) নামটি সর্বসম্মতিক্রমে গ্রহণের সিদ্ধান্ত হয়।[৩] প্রতিষ্ঠাকালীন সময় থেকে ২০০৫ পর্যন্ত এর সদরদপ্তর যুক্তরাজ্যের চেলতেনহামে ছিল কিন্তু ১ অক্টোবর ২০০৫ সালে তা কুয়ালালামপুরে স্থানান্তর করা হয়।[৪]
বিশ্বব্যাপী ব্যাডমিন্টন খেলার প্রসার ও উন্নয়নে বিডব্লিউএফ আঞ্চলিক সংস্থা সমূহের সাথে যৌথভাবে কাজ করে:[৫]
প্রথম সভাপতি জর্জ টমাস
বিডব্লিউএফ ছয়টি প্রধান আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও একটি প্যারা-ব্যাডমিন্টন প্রতিবন্ধী ক্রীড়াবিদের জন্য আয়োজন করে:
প্রধান প্রতিযোগিতাসমূহ :
অন্য প্রধান প্রতিযোগিতাসমূহ :
প্যারা প্রতিযোগিতাসমূহ :
Two events are no longer held regularly:
গ্রেড 2 টুর্নামেন্ট, যা বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর নামে পরিচিত, ছয়টি স্তরে অনুমোদিত হয়েছিল এবং বিভিন্ন বিশ্ব র্যাঙ্কিং পয়েন্ট দেওয়া হয়েছিল, সেগুলি হল:
BWF also sanctions the open events into seven categories with different World Ranking points awarded, as order they are:
টেমপ্লেট:National Members of the Badminton World Federation