বুশৌ ১ (অর্থাৎ- এক) এক দাগবিশিষ্ট ছয়টি কাংজি বুশৌ চিহ্নের মধ্যে অন্যতম। কাংজি অভিধান অনুসারে ৪৯,০৩০টি চিহ্নের মধ্যে ৪২টি চিহ্নে বুশৌ ১ ব্যবহার করা হয়।[১] অনুভূমিক ভাবে চিত্রায়িত বুশৌ ১ চীনা লিপির ভিত্তিভূমি হিসেবে পরিচিত ইয়োংজি বাফা (永字八法) বা ইয়োংয়ের আটটি নীতির একটি নীতি হিসেবে পরিচিত।