বাবার আদেশ ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী নাট্ট্য চলচ্চিত্র।[১] চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।[২] শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, চম্পা, রানী, রাজীব সহ আরও অনেকে।[২][৩][৪][৫][৬][৭][৮][৯]
চলচ্চিত্রটি ১৯৯৫ সালে বাংলাদেশে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি ব্যবসাসফল হয়।[১০] এটি ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি চলচ্চিত্র গার্ডিস Gardish-এর পুনঃনির্মাণ, যা ১৯৮৯ সালের মালয়ালম ভাষার চলচ্চিত্র কিরেদামের Kireedam পুনঃনির্মাণ।
অভিনয়ে
সঙ্গীত
বাবার আদেশ চলচ্চিত্রের গান রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার, আহমেদ জামান চৌধুরী ও মুন্সি ওয়াদুদ। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শেখ সাদী খান এবং গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, ঝোনাক খান, ঝুমু খান।
- "বুকের ভেতর আছে মন" - জোনাক খান, ঝুমু খান
- "আমি তোমার প্রেমের দিওয়ানা" - এন্ড্রু কিশোর, ঝুমু খান
- "তোমার জন্য আমার জন্ম" - এন্ড্রু কিশোর, ঝুমু খান
- "রসে রসে তশতশ আমার জ্ঞানদারী" - রুনা লায়লা
- "স্বপ্নের ঘোড়াতে" - ঝুমু খান
তথ্যসূত্র
বহিঃসংযোগ