বন্নু জেলা (পশতু: بنو ولسوالۍ, উর্দু: ضِلع بنوں) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বন্নু বিভাগের একটি জেলা। ব্রিটিশ রাজত্বকালে ১৮৬১ সালে এটি একটি জেলা হিসাবে নথিভূক্ত করা হয়েছিল।[২]: ৩ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ২৬টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা হিসেবে গঠন করা হয়। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির উত্তর-পশ্চিমে উত্তর ওয়াজিরিস্তান, উত্তর-পূর্বাঞ্চলে কারাক, দক্ষিণপূর্ব লাক্কি মারওয়াত এবং দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ ওয়াজিরিস্তানের সীমানা ঘিরে রেখেছে।[৩] বন্নু হচ্ছে জেলাটির প্রধান সদর দপ্তর বা রাজধানী শহর।[২]: ৩–১৬
প্রশাসনিক উপবিভাগ
বন্নু জেলা ৪টি তহসিল এবং ৪৯টি ইউনিয়ন পরিষদে বিভক্ত।[৪][৫]