কুররাম জেলা (পশতু: کورمہ ولسوالۍ , উর্দু: ضِلع کرم) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত বিভাগের একটি জেলা। ভৌগোলিকভাবে, পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের কুররাম উপত্যকায় অবস্থিত।[৩] অধিকাংশ জনসংখ্যা পশতুন সম্প্রদায়ের এবং প্রধান ধর্ম ইসলাম (শিয়া ও সুন্নি)। কুররাম এজেন্সিতে বসবাসকারী প্রধান উপজাতিদের মধ্যে রয়েছে: তুরি, বঙ্গশ, মামোজাই, মুকবাল, ওরাকজাই, জাজাই (জাজি), মঙ্গল, গিলজাই এবং পারা চামকানি।
প্রশাসনিক বিভাগ
কুররাম জেলাটিতে বর্তমানে ৩টি তেহসিল নিয়ে গঠিত হয়েছে।
তথ্যসূত্র
গ্রন্থপঞ্জি
- Martin, Gerald (1879). "Survey Operations of the Afghanistan Expedition; The Kurram Valley." In Proceedings of the Royal Geographical Society and Monthly Record of Geography, New Monthly Series, Vol. 1, No. 10 (Oct. 1879), pp. 617-645.
- Bowles, Gordon T. (1977). The People of Asia. London. Weidenfeld & Nicolson.
- Scott-Moncrieff, Major-General Sir George K. "The Roads of the North-West Frontier." Blackwood's Magazine, No. MCCCIV, Vol. CCXV, June 1924, pp. 743–757.
- Swinson, Arthur (1967). North-West Frontier. Frederick A. Praeger, New York, Washington.
বহিঃসংযোগ
টেমপ্লেট:Federally Administered Tribal Areas