বাংলাদেশে ইসলামিক স্টেট

ইসলামিক রাষ্ট্র –বঙ্গ প্রদেশ
নেতাআবুল আব্বাস আল-বাঙালি ,
অপারেশনের তারিখ২০১৬ – বর্তমান
সক্রিয়তার অঞ্চলবাংলাদেশ
মতাদর্শSalafist Jihadist Islamism
আকারঅজানা
এর অংশ Islamic State
মিত্রJamaat-ul-Mujahideen Bangladesh
বিপক্ষ
খণ্ডযুদ্ধ ও যুদ্ধInternal conflict in Bangladesh

বাংলাদেশে ইসলামিক স্টেট হলো সালাফি জিহাদি উগ্র গোষ্ঠী এবং বর্তমানে অস্বীকৃত কোয়াসি-রাষ্ট্র ইসলামিক স্টেটের দাবিকৃত একটি প্রশাসনিক বিভাগ। ২০১৬ সালে আইএসআইএল আইএসবিপি গ্রুপটিকে তার শাখা হিসাবে ঘোষণা করে। []

উইলিয়াত আল-বাংলার প্রথম আমির আবু ইব্রাহিম আল-হানিফকে মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি বলে মনে করা হয় (পূর্ব পরিচিতি ছিল সজিত চন্দ্র দেবনাথ নামে, ১৯৮২) যিনি একজন বাংলাদেশী জাপানি অর্থনীতিবিদ । যিনি ২০১৫ সালে সিরিয়া গিয়ে আইএস-এ যোগ দিয়েছিলেন। তিনি একজন হিন্দু ছিলেন যে পরবর্তীতে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন , তিনি ২০১৬ সালের ঢাকা হামলার নেতৃত্ব দেন বলে জানা যায়। আবু মুহাম্মদ আল-বাঙালিকে ২০১৯ সালে ইরাকে আটক করা হয় এবং তাকে বঙ্গ প্রদেশের নতুন আমির হিসাবে ঘোষণা করা হয়। [] []

নিও-জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ এর একটি শাখা, কার্যকরভাবে বাংলাদেশে আইএসের অন্যতম প্রধান শাখা হিসেবে কাজ করছে। []

ঢাকা, রংপুর, সিলেট এবং ঝিনাইদহে ঘটা বোমা হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট অফ দ্য ট্রেজারি এর ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস দ্বারা এই সংস্থাটিকে SDN- এর অধীনে একটি বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসাবে মনোনীত করা হয়েছে। []

তথ্যসূত্র

  1. "Australian National Security Website" 
  2. "Islamic State Bangladesh (ISB, ISISB) -- Abu Jandal al-Bangali"Trac 
  3. "Ex-Ritsumeikan professor held in Iraq for terrorist recruitment"The Asahi Shimbun (ইংরেজি ভাষায়)। ১৮ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মে ২০২৩ 
  4. IS names new emir in Bengal issues threat to carry out attacks in India and Bangladesh.
  5. "ISIS-BANGLADESH"sanctionssearch.ofac.treas.gov। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৯ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!