বাংলাদেশ স্টেশনারী অফিস

বাংলাদেশ স্টেশনারী অফিস
গঠিত১৯৭২
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটwww.dpp.gov.bd/bso

বাংলাদেশ স্টেশনারী অফিস জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরাধীন একটি ইউনিট অফিস।[]

ইতিহাস

অফিসটি ১৯৫২ সালে পাকিস্তান আমলে তেজগাঁও শিল্পাঞ্চলে ৫.৭২ একর জমির উপর প্রতিষ্টিত হয়। তখন থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সমগ্র বাংলাদেশের সরকারি অফিস-আদালত, স্কুল কলেজসমূহে বরাদ্দের বিপরীতে চাহিদানুযায়ী স্টেশনারী দ্রব্য-সামগ্রী এই অফিস থেকে সরবরাহ করা হত। ১৯৮৫ সালে অধিদপ্তরের অধীনে ঢাকা, চট্রগ্রাম, বগুড়া ও খুলনায় আঞ্চলিক অফিস প্রতিষ্ঠা লাভ করে।[]

জনকাঠামো

একজন উপসচিব পদমর্যাদার উপ-পরিচালক এই কার্যালয়ের প্রধান কর্মকর্তা।[] তার অধীনে দুজন সহকারী পরিচালক, একজন হিসাবরক্ষণ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অফিসের কার্যক্রম পরিচালনা করে।[]

কার্যক্রম

ঢাকা আঞ্চলিক অফিস থেকে সমস্ত মন্ত্রণালয়সহ ২৪টি জেলার, বগুড়া আঞ্চলিক অফিস থেকে ১৬টি জেলার, খুলনা আঞ্চলিক অফিস থেকে ১৬টি জেলার এবং চট্রগ্রাম আঞ্চলিক অফিস থেকে ৮টি জেলার সরকারি অফিস-আদালতের স্টেশনারী দ্রব্যাদি সরবরাহ করা হয়ে থাকে। এই ৪টি আঞ্চলিক অফিসের বাৎসরিক/মাসিক চাহিদা অনুযায়ী বাংলাদেশ স্টেশনারী অফিস হতে প্রতি মাসে স্টেশনারী মালামাল সরবরাহ করা হয়ে থাকে।[]

দেশ- বিদেশ থেকে কাগজসহ বিভিন্ন স্টেশনারী মালামাল সংগ্রহ পূর্বক বিভিন্ন সরকারী,আধা-সরকারী ও স্বায়ত্ব-শাসিত অফিসে সরবরাহ করাই বাংলাদেশ স্টেশনারী অফিসের মূল কাজ। বাংলাদেশ স্টেশনারী অফিস কাগজসহ কিছু ছাপার উপকরণ সরাসরি বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস), গভর্ণমেন্ট প্রিন্টিং প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেসে সরবরাহ করে থাকে। এছাড়া ৬৪ টি জেলা প্রশাসকের কার্য্যালয়ের ট্রেজারীতে সরাসরি কার্ট্রজি পেপার সরবরাহ করা হয়।

তথ্যসূত্র

  1. "হোম"www.dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১১ 
  2. "কর্মকর্তাবৃন্দ"www.dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১১ 
  3. "অর্গানোগ্রাম"www.dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১১ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!